পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিধানসভা অধিবেশনে আমন্ত্রিত বারাক ওবামা ! কেন ? - BARACK OBAMA

মহাত্মা গান্ধির সভাপতিত্বে বেলাগাভি কংগ্রেস অধিবেশনের 100 বছর এবার। জমকালো উদযাপনের ব্যবস্থা করেছে রাজ্যের সরকার ৷ সেখানেই আমন্ত্রণ জানানো হয়েছে আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতিকে ৷

Karnataka Govt Invites Barack Obama
বারাক ওবামা (AP)

By ETV Bharat Bangla Team

Published : Nov 7, 2024, 9:03 PM IST

হাভেরি, 7 নভেম্বর: কর্ণাটক সরকারের আমন্ত্রণ পেলেন বারাক ওবামা ৷ বেলাগাভি কংগ্রেস অধিবেশনের 100তম বছরের স্মরণে বিধানসভার যৌথ অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়েছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে ৷ বেলাগাভিতে অনুষ্ঠিত ভারতের জাতীয় কংগ্রেসের 39তম অধিবেশনটি ছিল জাতির জনকের সভাপতিত্বে হওয়া একমাত্র কংগ্রেস অধিবেশন। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানিয়েছেন, ওই স্মরণ অধিবেশনে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠিয়েছে সরকার ।

সম্প্রতি শিগগাঁও বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচার করতে গিয়েছিলেন সিদ্দারামাইয়া ৷ সেখানে তিনি বলেন, ‘‘1924 সালে মহাত্মা গান্ধির সভাপতিত্বে বেলাগাভিতে কংগ্রেস অধিবেশনের হয়েছিল ৷ চলতি বছরে তার 100 বছর পূর্ণ হল ।’’ রাজ্যের আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী এইচ.কে পাতিল জানান, ওবামাকে এ বছরের 26-27 ডিসেম্বর বা 2025 সালের জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে সময় দেওয়ার অনুরোধ করা হয়েছে ।

তিনি বলেন, “ সভার 100তম বর্ষ উপলক্ষে একটি যৌথ বিধানসভা অধিবেশন আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে অল-ইন্ডিয়া কংগ্রেস কমিটি (AICC)। অনুষ্ঠানটি বেলাগাভির সুবর্ণ বিধান সৌধে অনুষ্ঠিত হবে ৷”

কংগ্রেস অধিবেশনের শতবর্ষ পালনে যে কমিটি গঠিত হয়েছে তার সভাপতি আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী। তিনি আরও বলেন, “আমরা যৌথ অধিবেশনের তারিখ ঠিক করার আগে বারাক ওবামার কাছ থেকে সময় পাওয়ার জন্য অপেক্ষা করব । আমরা প্রাক্তন প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়েছি কারণ তিনি বিশ্বের অন্যতম পরিচিত নেতা এবং গান্ধির অনুগামী ৷ তিনি বিশ্বাস করেন মহাত্মা গান্ধি একজন বিশ্ব নেতা।’’

মন্ত্রী জানান, মহাত্মা গান্ধি কর্ণাটকের 120টি স্থান পরিদর্শন করেছেন ৷ তারমধ্যে থেকে 40টি নির্বাচিত স্থানে স্মারক নির্মাণ করা হবে । রাজ্যের বিভিন্ন জেলা থেকে হওয়া পদযাত্রা 26 এবং 27 ডিসেম্বর বেলাগাভিতে পৌঁছবে ৷ শতবর্ষ উদযাপনের জন্য সরকারের তরফ থেকে 25 কোটি টাকার তহবিল তৈরি করা হয়েছে । প্রয়োজনে অতিরিক্ত অর্থও বরাদ্দ করা হবে । সরকার যুব, নারী এবং অনগ্রসর সম্প্রদায়ের ঐক্যের উপর দৃষ্টি নিবদ্ধ করে সম্মেলন আয়োজনের পরিকল্পনা করেছে । শতবর্ষ উদযাপন চলবে আগামী বছরের 2 অক্টোবর গান্ধি জয়ন্তী পর্যন্ত ।

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details