পশ্চিমবঙ্গ

west bengal

By PTI

Published : Jul 21, 2024, 4:40 PM IST

ETV Bharat / bharat

বিহার ও অন্ধ্রকে বিশেষ মর্যাদা দেওয়ার দাবি সর্বদলীয় বৈঠকে - All Party Meeting

All-Party-Meeting Underway in Parliament: সংসদে অধিবেশন শুরর আগে সর্বদলীয় বৈঠকে বিহার ও অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদা দেওয়ার দাবি তুলল জেডি(ইউ) এবং ওয়াইএসআরসিপি ৷ এমনটাই সোশাল মিডিয়ায় জানালেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ ৷

All Party Meeting
সংসদে সর্বদলীয় বৈঠক (ছবি সৌজন্যে: সংবাদসংস্থা এএনআই)

নয়াদিল্লি, 21 জুলাই: বিহার এবং অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদা দেওয়ার দাবি উঠল সংসদের সর্বদলীয় বৈঠকে ৷ সংসদে অধিবেশনের আগে এই বৈঠকে জেডি(ইউ) এবং ওয়াইএসআরসিপি'র তরফে এই দাবি করা হয় ৷ কিন্তু আশ্চর্যজনকভাবে টিডিপি এই বিষয়ে নীরব থাকাই শ্রেয় মনে করেছে । এমনটাই রবিবার জানালেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ ৷

সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন জয়রাম ৷ তিনি এ দিন সোশাল মিডিয়া হ্যান্ডেল এক্সে একটি পোস্টে বলেছেন, "প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে বিভিন্ন দলের নেতাদের নিয়ে আজকের সর্বদলীয় বৈঠক হয়েছে ৷ সেখানে জেডি(ইউ) বিহারকে বিশেষ মর্যাদা দেওয়ার দাবি করেছে। পাশাপাশি ওয়াইএসআরসিপি অন্ধ্রপ্রদেশকেও বিশেষ মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছে। আশ্চর্যের বিষয় হল, টিডিপি এই বিষয়ে সম্পূর্ণ নীরব ছিল ।" সংসদে সর্বদলীয় বৈঠক চলার মাঝেই সোশাল মিডিয়ায় এই পোস্ট করেন কংগ্রেস নেতা ৷

কেন্দ্রে ক্ষমতাসীন এনডিএ সরকারের শরিক জেডি(ইউ) ৷ তারা সম্প্রতি বিহারকে বিশেষ মর্যাদা বা প্যাকেজ দেওয়ার দাবি করে একটি প্রস্তাব পাশ করেছে । অন্ধ্রপ্রদেশের নেতারা আগে থেকেই রাজ্যের জন্য বিশেষ মর্যাদার দাবি জানিয়ে আসছিলেন ৷ লোকসভা নির্বাচনের পরে সেই দাবি আবার তীব্র হয়েছে ।

মাঝে কয়েকদিনের বিরতির পর সোমবার থেকে ফের বসছে সংসদের অধিবেশন ৷ আগামিকাল কেন্দ্রীয় সরকার সংসদে বার্ষিক আর্থিক প্রতিবেদন পেশ করবে ৷ এই আর্থিক বছরে কোন খাতে কত খরচ হল তা থাকবে ওই প্রতিবেদনে। পাশাপাশি বার্ষিক কর সংগ্রহের মতো আরও নানা তথ্য থাকবে আর্থিক প্রতিবেদনে ৷ এরপর মঙ্গলবার লোকসভায় কেন্দ্রীয় বাজেট পেশ হবে ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই আর্থিক বছরের জন্য বাজেট পেশ করবেন ৷ এর আগে 1 ফেব্রুয়ারি লোকসভা নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছিল সরকার ৷

সংসদে অধিবেশন বসার আগে প্রত্যেকবার সর্বদলীয় বৈঠক হয় ৷ এবারও শাসক-বিরোধীদের মধ্যে সমন্বয় বজায় রাখার জন্য রবিবার সর্বদলীয় বৈঠকের ডাক দেওয়া হয় ৷ এ দিনের বৈঠকে জেডি(ইউ) এবং ওয়াইএসআরসিপি' এনডিএ সরকারের উপর চাপ সৃষ্টি করে এবং বিহার ও অন্ধ্রপ্রদেশ রাজ্যকে বিশেষ মর্যাদা দেওয়ার দাবি তোলা হয় বৈঠকে ৷

বাজেট অধিবেশন শুরুর আগে সংসদে সর্বদলীয় বৈঠক হয় । সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু বিভিন্ন রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে সভার আয়োজন করেছেন । এই বৈঠকে অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন তিরুচি শিবা, এআইইউএমএল নেতা ই.টি. মহম্মদ বশীর, জনসেনা পার্টির নেতা বালা কৃষ্ণ, বিজেডি নেতা সম্বিত পাত্র, জেডিইউ নেতা সঞ্জয় ঝাঁ, কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালে, প্রফুল প্যাটেল, চিরাগ পাসওয়ান এবং এআইএমআইএম সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি । কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অর্জুন রাম মেঘওয়াল এবং বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডাও উপস্থিত ছিলেন বৈঠকে ।

তবে আজকের সর্বদলীয় বৈঠকে তৃণমূল কংগ্রেসের (টিএমসি) তরফে কেউ অংশগ্রহণ করেননি ৷ কারণ 21 জুলাই পশ্চিমবঙ্গে শহিদ দিবস পালন করা হচ্ছে, যা রাজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান । যদিও দলীয় সূত্রে স্পষ্ট করে বলা হয়েছে, তৃণমূল সর্বদলীয় বৈঠক বয়কট করেনি ৷ বরং শহিদ দিবসকে বৈঠকের থেকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেছে । বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে কলকাতায় গিয়েছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব ৷ তিনিও শহিদ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details