হায়দরাবাদ, 4 মার্চ: যেদিন আদিত্য-এল1 লঞ্চ করল, সেদিনই ক্যানসার ধরা পড়ে ইসরোর প্রধান এস সোমনাথের ৷ 2023 সালের মাঝামাঝি সময়ে যখন চন্দ্রযান-3 মিশন নিয়ে ব্যস্ত ইসরো, সেই সময়ই তাঁর ক্যানসারে আক্রান্ত হওয়া নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল । আদিত্য-এল1 লঞ্চের পরে মেডিক্যাল টেস্ট করান ৷ তখনই বিষয়টি ধরা পড়ে ৷ এর পর তাঁর অস্ত্রোপচার ও কেমোথেরাপি হয় ।
ইসরো প্রধান এস সোমনাথ, যিনি মহাকাশ গবেষণা এবং প্রযুক্তিতে ভারতকে গৌরবান্বিত করেছেন, তাঁর ক্যানসার ধরা পড়ার খবর সোমবারই প্রকাশ্যে আসে ৷ ফলে এই নিয়ে হইচই পড়েছে দেশজুড়ে ৷ সোশাল মিডিয়ায় অনেকেই তাঁর সুস্থতা কামনা করেছেন ৷
টারমাক মিডিয়া হাউসের সঙ্গে একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে এই নিয়ে কথা বলেন তিনি ৷ যখন বিষয়টি জানতে পারেন, সেই সময়ের কথা তিনি বলেন ৷ আদিত্য-এল1 এর লঞ্চের দিনই যে তিনি বিষয়টি জানতে পারেন, সেটাও উল্লেখ করেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার প্রধান ৷ তিনি জানান, এর পর চেন্নাইতে আরও একাধিক পরীক্ষানিরীক্ষার পর তাঁর ক্যানসারের বিষয়ে নিশ্চিত হন চিকিৎসকরা ৷ এর পর তাঁর অস্ত্রোপচার হয় এবং তার পর কেমোথেরাপি নিতে হয় তাঁকে ৷
ইসরো প্রধান এস সোমনাথ বলেন, “যেদিন আদিত্য-এল1 লঞ্চ হয়, সেদিন সকালে আমি একটি স্ক্যান করেছিলাম । তখনই আমি বুঝতে পারি যে আমার পাকস্থলি বৃদ্ধি পেয়েছে । লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গে আমি এটা সম্পর্কে একটি সূত্র পাই । লঞ্চের পরে আমি চেন্নাই গিয়ে স্ক্যান করাই । আমি নিশ্চিত হয়েছিলাম যে কিছু সমস্যা রয়েছে ৷ তারপরে আমি বাকি পরীক্ষাগুলি করেছি ৷" তিনি আরও জানান, অসুস্থতার খবর শুনে পরিবার ও নিকটাত্মীয়রা উদ্বিগ্ন হয়ে পড়েন ৷ তবে তাঁরা পাশে থাকায় তিনি নিজের সাহস ধরে রাখতে পেরেছিলেন বলে সোমনাথের দাবি ৷ তিনি বলেন, "আমি আমার ভয় কমাতে পেরেছি ৷"
সোমনাথ জানিয়েছেন যে তিনি এখন সুস্থ ৷ তবে তাঁকে প্রতি বছর মেডিক্যাল চেক-আপ ও স্ক্যান করিয়ে যেতে হবে ৷ কিন্তু ক্যানসার যে দুরারোগ্য, এমন ধারণা এখন ভুল ধারণা বলে তিনি জানান ৷ চিকিৎসা করাতে গিয়েও তিনি এই অভিজ্ঞতা সঞ্চয় করেছেন বলে জানান সোমনাথ ৷
আরও পড়ুন:
- 6 জানুয়ারি গন্তব্যে পৌঁছবে আদিত্য-এল1, 2024 গগনযানের বছর: ইসরো প্রধান
- গগনযানে মানুষ পাঠিয়ে সুস্থভাবে তাঁকে পৃথিবীতে ফেরানোই মূল লক্ষ্য, রাজভবনে বললেন ইসরো চেয়ারম্যান
- আত্মজীবনী কোনও ব্যক্তির বিরুদ্ধে নয়, জানালেন ইসরো প্রধান এস সোমনাথ