নয়াদিল্লি, 20 মে: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল ভারত সরকার ৷ সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এই ঘোষণা করা হয়েছে ৷ সেই ঘোষণা অনুযায়ী, হেলিকপ্টার দুর্ঘটনায় রাইসির মৃত্যুতে মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করবে ভারত ৷ জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে ৷ রাষ্ট্রীয় শোকের সময় কোনও বিনোদনমূলক অনুষ্ঠান হবে না সরকারিভাবে ৷
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ওই দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি কুয়াশাচ্ছন্ন, পার্বত্য অঞ্চলে হেলিকপ্টার দুর্ঘটনা হওয়ার কয়েক ঘণ্টা পর সোমবার ইরানের প্রেসিডেন্ট, ওই দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য কয়েকজন কর্মকর্তাকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে ।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের একজন মুখপাত্র জানিয়েছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি এবং দেশের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন অমিত-আব্দুল্লাহিয়ান হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছেন । প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানের চিহ্ন হিসাবে, ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে যে 21 মে (মঙ্গলবার) সারা ভারতে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে ৷ স্বরাষ্ট্র মন্ত্রকের ওই মুখপাত্র আরও বলেন, ‘‘শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে ৷ সেদিন কোনও আনুষ্ঠানিক বিনোদন থাকবে না ৷"