পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রশিক্ষণ চলাকালীন কোচিতে ভেঙে পড়ল ভারতীয় নৌসেনার বিমান - Indian Navy

Indian Navy Aircraft Crash:কোচিতে প্রশিক্ষণ চলাকালীন রানওয়ে থেকে প্রায় এক মাইল দূরে ভেঙে পড়ল ভারতীয় নৌসেনার বিমান ৷ তবে ঘটনায় হতাহতের কোনও খবর নেই ৷ তদন্ত শুরু হয়েছে ৷

Indian Navy Aircraft Crash
Indian Navy Aircraft Crash

By ETV Bharat Bangla Team

Published : Mar 19, 2024, 10:09 AM IST

কোচি, 19 মার্চ: ফের দুর্ঘটনার কবলে ভারতীয় নৌসেনার বিমান ৷ সোমবার প্রশিক্ষণ চলাকালীন কোচিতে ভেঙে পড়ল ভারতীয় নৌসেনার রিমোটলি পাইলটেড এয়ারক্রাফ্ট (আরপিএ) বা সার্চার ৷ সোমবার কোচির আইএনএস গারুডায় প্রশিক্ষণ চলছিল ৷ বিকেল 5টার দিকে রানওয়ে থেকে প্রায় এক মাইল দূরে ভেঙে পড়ে বিমানটি । তবে এই ঘটনায় কোনো হতাহত বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ।

ভারতীয় নৌসেনার তরফে জানানো হয়েছে, "18 মার্চ বিকেল 5টার দিকে কোচির আইএনএস গারুডায় নিয়মিত প্রশিক্ষণ চলাকালীন একটি রিমোটলি পাইলটেড এয়ারক্রাফ্ট (আরপিএ)/ সার্চার রানওয়ে থেকে প্রায় এক মাইল দূরে ভেঙে পড়ে ।" ভারতীয় নৌসেনা এক বিবৃতিতে বলেছে, ঘটনার পর দ্রুত সেখানে বিশেষজ্ঞের দলকে পাঠানো হয়েছিল ৷ আরপিএ সুরক্ষিত রয়েছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে সূত্রের খবর ৷ তদন্তেই উঠে আসবে কী কারণে এই ঘটনা ঘটল ৷

ABOUT THE AUTHOR

...view details