পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

চোখের নিমেষে ধ্বংস হবে শত্রুদেশের রেডার, পরীক্ষায় সফল ভারতের 'রুদ্রম 2' মিসাইল - RUDRAM II missile

Rudra M-II Missile Test: 'রুদ্রম-1' এর পরীক্ষামূলক উৎক্ষেপণ চার বছর আগেই হয়েছিল ৷ এবার সফল হল 'রুদ্রম 2' ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ ৷ শত্রুদেশের রেডার নিমেষে নষ্ট করে দিতে সক্ষম শক্তিশালী এই মিসাইল ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ৷

RudraM-II Flight Test
পরীক্ষায় সফল 'রুদ্রম 2' মিসাইল

By PTI

Published : May 30, 2024, 3:50 PM IST

বালাসোর (ওড়িশা), 29 মে: প্রতিরক্ষার দিক দিয়ে আরও শক্তিশালী হল ভারত ৷ শত্রুদেশের যে কোনও ব়েডার চোখের নিমেষে নষ্ট করে দিতে প্রস্তুত 'রুদ্রম 2' মিসাইল বা ক্ষেপণাস্ত্র ৷ বুধবার ওড়িশার বালাসোরে এই মিসাইলের পরীক্ষা সফল হয়েছে বলে জানিয়েছে দেশের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও ৷ এই উৎক্ষেপণ সফল হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷

এদিন প্রতিরক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, যে যে বিষয়গুলি মাথায় রেখে এই মিসাইলের পরীক্ষা চালানো হয়েছিল, তার সবক'টিতেই সফলতা এসেছে ৷ অর্থাৎ নির্দিষ্ট লক্ষ্যে আছড়ে পড়া, লক্ষ্যমাত্রা স্থির রাখা, প্রপালশন সিস্টেম-সহ গাইডেন্স অ্যালগরিদমের পরীক্ষায় সফলতা পাওয়া গিয়েছে ৷ যার ফলে শত্রু শিবিরের ব়েডার, ট্র্যাকিং সিস্টেমকে নিমেষে ধ্বংস করতে সক্ষম 'রুদ্রম 2' মিসাইল ৷ অ্যান্টি র‍্যাডিয়েশন সুপারসনিক এই মিসাইল সুখোই 30এমকেআই যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা হয়েছিল ৷ তাতেই সাফল্য পেয়েছে ভারত ৷

কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রটির কর্মক্ষমতা ইলেক্ট্রো-অপটিক্যাল সিস্টেম, রেডার এবং টেলিমেট্রি স্টেশনের মতো রেঞ্জ ট্র্যাকিং যন্ত্র দ্বারা ক্যাপচার করা ফ্লাইট ডেটা থেকে যাচাই করা হয়েছে ৷ চাঁদিপুরের বিভিন্ন স্থানে এমনকী, একটি জাহাজের উপর ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জের মাধ্যমে পরীক্ষা করা হয় ৷ বিভিন্ন ডিআরডিও পরীক্ষাগারে তৈরি অত্যাধুনিক দেশীয় প্রযুক্তি এই ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহার করা হয়েছে ৷

নতুন মিসাইলের সফল পরীক্ষা নিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর দফতরের তরফে এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, "ডিআরডিও-র তরফে রুদ্রম 2 মিসাইলের পরীক্ষা সফল হয়েছে ৷ সুখোই 30এমকেআই যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করে ভারতীয় বায়ু সেনা ৷ ডিআরডিও, ইন্ডিয়ান এয়ার ফোর্সের সবাইকে অভিনন্দন ৷" ডিফেন্স ডিপার্টমেন্ট অফ ডিফেন্স আর অ্যান্ড ডি এবং ডিআরডিও চেয়ারম্যান ডঃ সমীর ভি কামাত, মিসাইল পরীক্ষার সফলতায় সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ৷

ডিআরডিও-র তরফে জানানো হয়েছে, আকাশ থেকে নিক্ষেপ করা 'রুদ্রম 2' মিসাইল নানা দিক থেকে শত্রুঘাঁটির একাধিক সিস্টেমকে নষ্ট করে দিতে পারে। 100 কিলোমিটারেরও বেশি রেঞ্জ রয়েছে এই মিসাইলের ৷ শত্রুপক্ষের রেডিও ফ্রিকোয়েন্সি এবং রেডার থেকে সংকেত নিতে পারে 'রুদ্রম 2'। একই সঙ্গে, বিভিন্ন উচ্চতা থেকে শত্রুপক্ষকে টার্গেট করে নিক্ষেপ করা যেতে পারে মিসাইল 'রুদ্রম 2' ।

400 কিমি দূরত্বে নিখুঁত লক্ষ্যভেদ, ব্রাহ্মোসের বর্ধিত রেঞ্জের মিসাইলে আরও শক্তিশালী বায়ুসেনা

ABOUT THE AUTHOR

...view details