সিমলা, 28 ফেব্রুয়ারি:রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং ঘিরে গত 24 ঘণ্টা ধরে সরগরম হিমাচল প্রদেশ ৷ অভিযোগ, ঘোড়া কেনাবেচায় বাজিমাত করে কংগ্রেসের প্রবীণ নেতা অভিষেক মনু সিংভিকে হারিয়ে রাজ্যসভা নির্বাচনে জয়লাভ করেছেন বিজেপির হর্ষ মহাজন ৷ এরপর লোকসভা নির্বাচনের ঠিক আগে পার্বত্য রাজ্যে কংগ্রেস সরকারের পতনের সম্ভাবনা তৈরি হয় ৷ সেই সূত্রে মুখ্যমন্ত্রী পদ থেকে সুখবিন্দর সিং সুখু পদত্যাগ করতে পারেন বলেও জানা যায়। তবে পরে পরিস্থিতি খানিকটা বদলায়। বিরোধী শিবিরের অনুপস্থিতিতে বিধানসভায় বাজেট পাশ হয়ে যায়। পরে জানা যায় পদত্যাদ করছেন না মুখ্যমন্ত্রী।
রাজ্যসভা নির্বাচনের ফলাফলের পরই সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন বিক্রমাদিত্য সিং ৷ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তিনি বিধায়কদের উপেক্ষা করার অভিযোগ করেন ৷ একইসঙ্গে বিক্রমাদিত্য তাঁর বাবা তথা প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের প্রতি এই সরকারের 'অসম্মান' নিয়েও সরব হন ৷ রাতের দিকে জানা যায় পদত্যাগ ফিরিয়ে নিয়েছেন বিক্রমাদিত্য। সবমিলিয়ে হিমাচল সরকার পড়ার যে আশঙ্কা তৈরি হয়েছিল তা আপাতত কাটল।
তিনি পদত্যাগ করেননি, এমনকী পদত্যাগ করার কোনও প্রশ্নই নেই ৷ ইস্তফার বিষয়টি সামনে আসতেই সাংবাদিক সম্মেলনে এমন দাবি করলেন সুখু ৷ হিমাচলের মুখ্যমন্ত্রী বলেন, "স্পষ্ট করে দিতে চাই, আমি কোনওরকম ইস্তফা দিইনি ৷ আমি যোদ্ধা। আমি সাধারণ পরিবারের সেই ছেলেটা যে লড়াই করতে জানে ৷ লড়াই করেই জয় ছিনিয়ে নিতে হয় ৷" বিজেপির আনা অনাস্থা প্রস্তাবকে সুখু এদিন 'প্রচারের কৌশল' বলে উড়িয়ে দেন ৷ পাশাপাশি, চলতি বাজেট অধিবেশনেই তাঁর দল বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করবে বলে দাবি করেন তিনি ৷