পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

'আমি যোদ্ধা, পদত্যাগের প্রশ্নই নেই', জল্পনা উড়িয়ে দাবি মুখ্যমন্ত্রী সুখুর, ইস্তফা ফেরালেন বিক্রমাদিত্যও

Sukhvinder Singh Sukhu Resigns: রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিংয়ের জেরে হিমাচলে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছিল মঙ্গলবার থেকে ৷ তারই মাঝে বুধবার মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর পদত্যাগের সম্ভাবনা ঘিরে পরিস্থিতি আরও জটিল হতে থাকে ৷ যদিও শেষমেশ সেই সম্ভাবনা তিনি নিজেই খারিজ করে দিলেন।

Etv Bharat
ইস্তফা হিমাচলের মুখ্যমন্ত্রীর

By ETV Bharat Bangla Team

Published : Feb 28, 2024, 4:53 PM IST

Updated : Feb 28, 2024, 10:15 PM IST

সিমলা, 28 ফেব্রুয়ারি:রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং ঘিরে গত 24 ঘণ্টা ধরে সরগরম হিমাচল প্রদেশ ৷ অভিযোগ, ঘোড়া কেনাবেচায় বাজিমাত করে কংগ্রেসের প্রবীণ নেতা অভিষেক মনু সিংভিকে হারিয়ে রাজ্যসভা নির্বাচনে জয়লাভ করেছেন বিজেপির হর্ষ মহাজন ৷ এরপর লোকসভা নির্বাচনের ঠিক আগে পার্বত্য রাজ্যে কংগ্রেস সরকারের পতনের সম্ভাবনা তৈরি হয় ৷ সেই সূত্রে মুখ্যমন্ত্রী পদ থেকে সুখবিন্দর সিং সুখু পদত্যাগ করতে পারেন বলেও জানা যায়। তবে পরে পরিস্থিতি খানিকটা বদলায়। বিরোধী শিবিরের অনুপস্থিতিতে বিধানসভায় বাজেট পাশ হয়ে যায়। পরে জানা যায় পদত্যাদ করছেন না মুখ্যমন্ত্রী।

রাজ্যসভা নির্বাচনের ফলাফলের পরই সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন বিক্রমাদিত্য সিং ৷ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তিনি বিধায়কদের উপেক্ষা করার অভিযোগ করেন ৷ একইসঙ্গে বিক্রমাদিত্য তাঁর বাবা তথা প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের প্রতি এই সরকারের 'অসম্মান' নিয়েও সরব হন ৷ রাতের দিকে জানা যায় পদত্যাগ ফিরিয়ে নিয়েছেন বিক্রমাদিত্য। সবমিলিয়ে হিমাচল সরকার পড়ার যে আশঙ্কা তৈরি হয়েছিল তা আপাতত কাটল।

তিনি পদত্যাগ করেননি, এমনকী পদত্যাগ করার কোনও প্রশ্নই নেই ৷ ইস্তফার বিষয়টি সামনে আসতেই সাংবাদিক সম্মেলনে এমন দাবি করলেন সুখু ৷ হিমাচলের মুখ্যমন্ত্রী বলেন, "স্পষ্ট করে দিতে চাই, আমি কোনওরকম ইস্তফা দিইনি ৷ আমি যোদ্ধা। আমি সাধারণ পরিবারের সেই ছেলেটা যে লড়াই করতে জানে ৷ লড়াই করেই জয় ছিনিয়ে নিতে হয় ৷" বিজেপির আনা অনাস্থা প্রস্তাবকে সুখু এদিন 'প্রচারের কৌশল' বলে উড়িয়ে দেন ৷ পাশাপাশি, চলতি বাজেট অধিবেশনেই তাঁর দল বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করবে বলে দাবি করেন তিনি ৷

রাজ্য সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে বুধবার সকালে রাজভবনে রাজ্যপাল শিবপ্রতাপ শুক্লার দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা জয়রাম ঠাকুর ৷ এরপর বিধানসভায় আস্থাভোটের দাবি জানিয়ে স্পিকারের কক্ষে গিয়ে বিজেপি বিধায়করা হই-হট্টগোল করেন বলেও অভিযোগ ৷ তার জেরেই বিরোধী দলনেতা জয়রাম ঠাকুর-সহ 15 জন বিধায়ককে বরখাস্ত করা হয় ৷ রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ সেরে বেরনোর মুখে জয়রাম বলেন, "রাজ্যসভা নির্বাচনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী হর্ষ মহাজন ৷ ফলত কংগ্রেস সরকার ক্ষমতায় থাকার নৈতিকতা হারিয়েছে ৷"

সবমিলিয়ে সোমবার পর্যন্ত হিমাচলে কংগ্রেস সরকারের সংখ্যাগরিষ্ঠতা ছিল ৷ মঙ্গলবার বিধায়কদের ক্রস ভোটিংয়ের পর সেই সরকারেরই অস্তিত্ব সংকটে পড়ে ৷ বিদ্রোহী কংগ্রেস বিধায়কদের হরিয়ানায় নিয়ে যাওয়া হয় বলেও জানা গিয়েছে ৷ এরপরই রাজ্য সরকারের বিরুদ্ধে অনাস্থা আনে বিজেপি ৷ পরিণাম হিসেবে সুখবিন্দর সিং সুখুর পদত্যাগের বিষয়টি সামনে আসে ৷ পরে অবশ্য জানা যায় পদত্যাগ করছেন না তিনি।

আরও পড়ুন:

  1. হিমাচলে সাসপেন্ড 15 বিজেপি বিধায়ক, সুখুর বিরুদ্ধে তোপ দেগে পদত্যাগ মন্ত্রী বিক্রমাদিত্যের
  2. রাজ্যপালের সঙ্গে দেখা করে ভোট বিভাজনের দাবি বিজেপি বিধায়কদের
Last Updated : Feb 28, 2024, 10:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details