হায়দরাবাদ ও মুম্বই, 17 সেপ্টেম্বর:দুগ্গা আসেন। আর তার আগে আসেন তাঁর ছেলে। সব দেব-দেবীর পুজোর শুরু হয় গণেশ বন্দনার পর। তাঁর মন্ত্রোচ্চারণ শেষে শুরু হয় অন্য দেব-দেবীর আরাধনা। আজ, মঙ্গলবার অনন্ত চতুর্দশী অর্থাৎ চতুর্থী থেকে গণেশ পুজো শুরু হওয়ার আজ সমাপন ৷ 10 দিনের গণেশ উৎসব উদযাপনের পর আজ গণেশ নিরঞ্জনে মেতেছেন দেশবাসী ৷ সারা ভারতে বিশেষত মহারাষ্ট্র ও দক্ষিণ ভারতের একাধিক জায়গায় ধুমধাম করে পালিত হয় গণেশ উৎসব। আজ সকাল থেকেই চোখে জল ও পুষ্পবৃষ্টিতে বাপ্পার নিরঞ্জনে সামিল হয়েছেন ভক্তরা ৷
প্রতিবছর গণেশ পুজো ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে শুরু হয় এবং চতুর্দশী তিথিতে শেষ হয়। এই দশদিন 10 দিন ধরে ধুমধাম করে গণপতি বাপ্পার পুজোয় মেতে উঠেছিল দক্ষিণের রাজ্যগুলি ৷ তারমধ্যে মহারাষ্ট্রে বাপ্পাকে নিয়ে মেতে ওঠার ব্যাপারটা যেন সবথেকে সেরা ৷ নজর কাড়ে হায়দরাবাদের গণপতি পুজোও ৷ মহারাষ্ট্রজুড়ে ক্লাবগুলি গণেশ নিরঞ্জনের শোভাযাত্রা বের করেছে আজ সকাল থেকেই। যার জন্য মুম্বইয়ে 24 হাজারেরও বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে ৷
গণেশপুজো মুম্বইয়ের রাজকীয় আয়োজন নতুন করে বলার নেই। মুম্বইয়ের অন্যতম সেরা পুজো লালবাগচা রাজা-র গণেশ প্রতিমা এবারও গোটা দেশের বিশেষ আকর্ষণ। 15 কোটি টাকা দামের সোনা, মণিমুক্ত খচিত মুকুটে সত্যিই তিনি রাজা। সেই লাল বাগচা রাজা-র নিরঞ্জন আজ।