পশ্চিমবঙ্গ

west bengal

নিরঞ্জনের পথে গণপতি, 'বাপ্পা মোরিয়া' ধ্বনিতে মেতেছে মুম্বই থেকে হায়দরাবাদ - Ganesh Immersion 2024

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2024, 5:24 PM IST

Updated : Sep 17, 2024, 5:34 PM IST

Ganesh Visarjan Mumbai to Hyderabad: দশ দিনের গণেশ উৎসব উদযাপনের আজ শেষ দিন। বাপ্পার নিরঞ্জনে যাত্রায় সামিল হয়েছে অগণিত ভক্ত ৷ আরতি ও ঢোলের ছন্দময় তালে তালে এবং 'গণপতি বাপ্পা মোরিয়া' ধ্বনিত হচ্ছে দিকে দিকে ৷ গণপতির বিসর্জন উপলক্ষে সকাল থেকেই ভিড় মুম্বই থেকে হায়দরাবাদের রাজপথে ৷

Ganesh Visarjan Mumbai to Hyderabad
'বাপ্পা মোরিয়া' ধ্বনিতে মেতেছে মুম্বই থেকে হায়দরাবাদ (ইটিভি ভারত)

হায়দরাবাদ ও মুম্বই, 17 সেপ্টেম্বর:দুগ্গা আসেন। আর তার আগে আসেন তাঁর ছেলে। সব দেব-দেবীর পুজোর শুরু হয় গণেশ বন্দনার পর। তাঁর মন্ত্রোচ্চারণ শেষে শুরু হয় অন্য দেব-দেবীর আরাধনা। আজ, মঙ্গলবার অনন্ত চতুর্দশী অর্থাৎ চতুর্থী থেকে গণেশ পুজো শুরু হওয়ার আজ সমাপন ৷ 10 দিনের গণেশ উৎসব উদযাপনের পর আজ গণেশ নিরঞ্জনে মেতেছেন দেশবাসী ৷ সারা ভারতে বিশেষত মহারাষ্ট্র ও দক্ষিণ ভারতের একাধিক জায়গায় ধুমধাম করে পালিত হয় গণেশ উৎসব। আজ সকাল থেকেই চোখে জল ও পুষ্পবৃষ্টিতে বাপ্পার নিরঞ্জনে সামিল হয়েছেন ভক্তরা ৷

'বাপ্পা মোরিয়া' ধ্বনিতে মেতেছে মুম্বই থেকে হায়দরাবাদ (ইটিভি ভারত)

প্রতিবছর গণেশ পুজো ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে শুরু হয় এবং চতুর্দশী তিথিতে শেষ হয়। এই দশদিন 10 দিন ধরে ধুমধাম করে গণপতি বাপ্পার পুজোয় মেতে উঠেছিল দক্ষিণের রাজ্যগুলি ৷ তারমধ্যে মহারাষ্ট্রে বাপ্পাকে নিয়ে মেতে ওঠার ব্যাপারটা যেন সবথেকে সেরা ৷ নজর কাড়ে হায়দরাবাদের গণপতি পুজোও ৷ মহারাষ্ট্রজুড়ে ক্লাবগুলি গণেশ নিরঞ্জনের শোভাযাত্রা বের করেছে আজ সকাল থেকেই। যার জন্য মুম্বইয়ে 24 হাজারেরও বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে ৷

হায়দরাবাদের গণেশ ভাসান (ইটিভি ভারত)

গণেশপুজো মুম্বইয়ের রাজকীয় আয়োজন নতুন করে বলার নেই। মুম্বইয়ের অন্যতম সেরা পুজো লালবাগচা রাজা-র গণেশ প্রতিমা এবারও গোটা দেশের বিশেষ আকর্ষণ। 15 কোটি টাকা দামের সোনা, মণিমুক্ত খচিত মুকুটে সত্যিই তিনি রাজা। সেই লাল বাগচা রাজা-র নিরঞ্জন আজ।

মুমবইয়ের লালবাগচা রাজার শোভাযাত্রা (ইটিভি ভারত)

এর পাশাপাশি অধিকাংশ গণেশকে আরব সাগরে বাপ্পাকে বিদায় জানিয়েছেন তাঁর ভক্তরা ৷ পৌর কর্তৃক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত বিসর্জন প্রক্রিয়াকে ঘিরে কোনও রকমের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি ৷ সর্বত্রই শান্তিপূর্ণভাবে নিরঞ্জন সারা হয়েছে ৷

নিরঞ্জনের পথে খয়রাতাবাদের গণেশ (ইটিভি ভারত)

মুম্বই শহরজুড়ে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে ৷ রাস্তায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ৷ একইসঙ্গে, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফ-এর সদস্যদেরও রাস্তায় রয়েছে ৷ যে কোনও পরিস্থিতির জন্য তাঁদের প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে ৷

এদিকে তেলেঙ্গানার সবথেকে বড় গণেশ অর্থাৎ 70 ফুটের খয়রাতাবাদের গণেশ মূর্তিকে হুসেন সাগরে মঙ্গলবার দুপুরেই নিরঞ্জন দেয় ক্লাব কর্তৃপক্ষ ৷ পাশাপাশি আরও ক্লাব কর্তৃপক্ষের গণপতির মূর্তিগুলির শোভাযাত্রা বেরিয়েছে ৷ কোনও কোনও প্রতিমার বিসর্জনও হয়ে গিয়েছে ৷

Last Updated : Sep 17, 2024, 5:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details