পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মাটির ভাঁড়ে চায়ে চুমুক ! ইউপিআইতে দাম মিটিয়ে অভিভূত ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ - Jaipur

French President Emmanuel Macron: আগামিকাল দেশের সাধারণতন্ত্র দিবসের প্রধান অতিথি ইম্যানুয়েল ম্যাক্রোঁ ৷ তার আগে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রোড শো করলেন ৷ ঘুরে দেখলেন জয়পুর শহর ৷

ETV Bharat
প্রধানমন্ত্রী মোদির সঙ্গে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

By ANI

Published : Jan 25, 2024, 10:31 PM IST

জয়পুর, 25 জানুয়ারি:তিনি এলেন ৷ গোলাপি শহরে রোড শো করলেন ৷ মাটির ভাঁড়ে চা খেলেন ৷ আর ইউপিআইতে দাম মেটালেন ৷ বৃহস্পতিবার বিকেল নাগাদ দেশে এসেছেন সাধারণতন্ত্র দিবসের প্রধান অতিথি ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ ৷ জয়পুর বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, রাজস্থানের রাজ্যপাল কালরাজ মিশ্র, মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এবং অন্যরা ৷ এরপর প্রেসিডেন্ট ম্যাক্রোঁ গোলাপি শহর জয়পুরে আম্বের ফোর্ট, যন্তর মন্তর এবং হাওয়া মহল ঘুরে দেখেন ৷

সন্ধ্যায় ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যন্তর মন্তরে তাঁর সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দু'জনে এই ঐতিহাসিক জ্যোতির্বিজ্ঞানের পর্যবেক্ষণ কেন্দ্রটি ঘুরে দেখেন ৷ 1729 সালে জয়পুরের তৎকালীন শাসক সোয়াই জয় সিং এটি তৈরি করেছিলেন ৷ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনস্থল এই ইউনেসকো হেরিটেজ সাইট ৷ এখানে 19টি এমন যন্ত্র রয়েছে, যা দিয়ে খালি চোখেই আকাশে গ্রহ-নক্ষত্রদের দেখা যায় ৷

এরপর দুই রাষ্ট্রনায়ক একসঙ্গে জয়পুরে রোড শো করেন ৷ জয়পুর শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁকে একটি দোকান থেকে রাম মন্দিরের একটি প্রতিকৃতি উপহার দেন ৷ সেখানে তিনি ফ্রান্সের প্রেসিডেন্টকে ইউপিআই পেমেন্টের বিষয়টিও দেখান ৷

এছাড়া জয়পুরের হাওয়া মহলে একটি দোকানে চা খেতে বসেন প্রধানমন্ত্রী মোদি ও প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ৷ মাটির ভাঁড়ে চা পরিবেশন করেন দোকানদার ৷ চা খাওয়া শেষ হলে চায়ের দাম দেন ফরাসি প্রেসিডেন্ট ৷ তাঁর ফোন থেকে ইউপিআই পেমেন্ট করে চায়ের দাম মিটিয়ে দেন প্রধানমন্ত্রী ৷ ফ্রান্সের প্রেসিডেন্টকে তিনি সেই পদ্ধতিটি ভালো করে বুঝিয়ে দেন ৷ এদিন জয়পুরের 'শিস মহল' এবং 'দিওয়ান-এ-আজম' দুর্গগুলিও ঘুরে দেখেন ম্যাক্রোঁ ৷

আরও পড়ুন:

  1. আজ গোলাপি শহরে ফরাসি প্রেসিডেন্ট, রাতে মোদির সঙ্গে বৈঠক
  2. 'বাস্তিল দিবসে ভারতীয় সেনাবাহিনীকে দেখে দারুণ লাগছে', উচ্ছ্বসিত মোদি
  3. ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ABOUT THE AUTHOR

...view details