পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আজ গোলাপি শহরে ফরাসি প্রেসিডেন্ট, রাতে মোদির সঙ্গে বৈঠক

Emmanuel Macron: সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে এবার প্রধান অতিথি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ৷ আজই জয়পুরে পৌঁছবেন তিনি ৷

ETV Bharat
ম্যাক্রোঁ ও নরেন্দ্র মোদি

By ETV Bharat Bangla Team

Published : Jan 25, 2024, 9:32 AM IST

Updated : Jan 25, 2024, 10:38 AM IST

নয়াদিল্লি, 25 জানুয়ারি: রাত পোহালেই 75তম সাধারণতন্ত্র দিবস ৷ তার আগে বৃহস্পতিবার জয়পুরে পৌঁছবেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ৷ ইতিমধ্যেই ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি ৷ ম্যাক্রোঁর এই সফর ভারত-ফ্রান্স কৌশলগত অংশীদারিত্বের 25তম বার্ষিকী উদযাপনের পূর্তিও বটে।

ফরাসি রাষ্ট্রপতির সফরের আগে জয়পুর শহর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ম্যাক্রোঁর পোস্টার দিয়ে সাজানো হয়েছে । অ্যাম্বার ফোর্ট পরিদর্শনের মাধ্যমে ম্যাক্রোঁ তার সফর শুরু করবেন ৷ পরে, প্রধানমন্ত্রী মোদি অভ্যর্থনা জানাবেন তাঁকে এবং দুই নেতা একসঙ্গে গোলাপী শহর সফর করবেন ৷ প্রধানমন্ত্রী মোদির আমন্ত্রণে 75তম সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভারত সফর করছেন ম্যাক্রোঁ ।

এই উপলক্ষ্যে, ফরাসি সশস্ত্র বাহিনীর একটি দল সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেবে। ভারতীয় সৈন্য ও বিমানচালকদের পাশাপাশি ফ্লাইপাস্টও করবে । একটি সরকারি বিবৃতি অনুসারে জানা গিয়েছে, ম্যাক্রোঁ অ্যাম্বার ফোর্ট পরিদর্শন করবেন এবং সেখানকার কারিগর, ইন্দো-ফরাসি সাংস্কৃতিক প্রকল্পের স্টেকহোল্ডারদের পাশাপাশি ছাত্রদের সঙ্গে আলাপ করবেন ৷ তারপর, তাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভ্যর্থনা জানাবেন ৷ এরপর দুই নেতা একসঙ্গে যন্তর মন্তর-সহ জয়পুরের কয়েকটি জায়গা পরিদর্শন করবেন ৷ সফরের পরে, দুই নেতা দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলেও জানা গিয়েছে ।

26 জানুয়ারি প্রধান অতিথি হিসেবে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে যোগ দেবেন ফরাসি প্রেসিডেন্ট ৷ এরপর রাষ্ট্রপতি ভবনে অ্যাট হোম রিসেপশনে এবং পরে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে রাষ্ট্রীয় ভোজসভায় যোগ দেবেন ৷ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, জাতীয় দিবস উদযাপনে এই পারস্পরিক আমন্ত্রণ অভূতপূর্ব ৷ এটি ভারত-ফরাসি সম্পর্ককে ভিত্তি করে গভীর পারস্পরিক বিশ্বাস এবং অটুট বন্ধুত্ব প্রদর্শন করে ৷ রাষ্ট্রপতি ম্যাক্রোঁর সফর ফ্রান্স-ভারত কৌশলগত অংশীদারিত্বের উচ্চাকাঙ্খী পুনর্নবীকরণকে একীভূত করবে ৷ যা 14 জুলাই প্যারিসে দুই নেতা 'হরাইজন 2047 রোডম্যাপ' এর মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছিলেন ৷

ফরাসি প্রেসিডেন্টে ম্যাক্রোঁর সঙ্গে এদিনের ভারত সফরে অন্যান্যদের মধ্যে থাকবেন স্টিফেন সেজর্ন (ইউরোপ ও পররাষ্ট্র বিষয়ক), সেবাস্তিয়ান লেকর্নু (সশস্ত্র বাহিনী) এবং রাচিদা দাতি (সংস্কৃতি) সমন্বয়ে গঠিত একটি মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদল ৷ এছাড়াও থাকবেন ফ্রেঞ্চ মেজর, এসএমই এবং মিড-ক্যাপের একটি সি-লেভেল ব্যবসায়িক প্রতিনিধিদল এবং ESA মহাকাশচারী টমাস পেসকুয়েট-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব ৷

আরও পড়ুন :

  1. সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানের প্রধান অতিথি ইম্যানুয়েল ম্যাক্রোঁ, ভারতে আসতে পারেন ফরাসি প্রেসিডেন্ট
  2. রাশিয়ার আগ্রাসনের সময় বিশ্বকে শান্তি ও ঐক্যের বার্তা পাঠাল ভারত, জি20 শেষে বললেন ম্যাক্রোঁ
  3. 'বাস্তিল দিবসে ভারতীয় সেনাবাহিনীকে দেখে দারুণ লাগছে', উচ্ছ্বসিত মোদি
Last Updated : Jan 25, 2024, 10:38 AM IST

ABOUT THE AUTHOR

...view details