পশ্চিমবঙ্গ

west bengal

হত্যার চেষ্টার অভিযোগ, মামলা অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনের বিরুদ্ধে - Jaganmohan Reddy Booked

By ETV Bharat Bangla Team

Published : Jul 12, 2024, 5:43 PM IST

Updated : Jul 12, 2024, 6:04 PM IST

Jaganmohan Reddy Booked: হত্যার চেষ্টার অভিযোগে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির বিরুদ্ধে মামলা দায়ের হল ৷ তিনি ছাড়াও দু'জন আইপিএস অফিসারের বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে ৷ কোন কোন ধারায় মামলা হয়েছে দেখে নিন ৷

ETV BHARAT
অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনের বিরুদ্ধে মামলা (নিজস্ব চিত্র)

গুন্টুর (অন্ধ্রপ্রদেশ), 12 জুলাই: হত্যার চেষ্টার অভিযোগে মামলা দায়ের হল অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ওয়াইএসআরসিপি প্রধান ওয়াইএস জগনমোহন রেড্ডির বিরুদ্ধে ৷ শুক্রবার অন্ধ্র পুলিশ একথা জানিয়েছে । মামলা দায়ের হয়েছে সে রাজ্যের দু'জন আইপিএস অফিসারের বিরুদ্ধেও ৷

প্রাক্তন সাংসদ তথা বর্তমান টিপিডি বিধায়ক রঘু রামা কৃষ্ণ রাজুর অভিযোগের পরে, আইপিএস অফিসার পিভি সুনীল কুমার, প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি এবং প্রাক্তন গোয়েন্দা প্রধান তথা আইপিএস অফিসার সীতারামঞ্জনেয়ুলুর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে গুন্টুরের নাগারামপালেম থানায় ৷

এই তিনজনের বিরুদ্ধে 120বি, 166, 167, 197, 307 (খুনের চেষ্টা), 326 (ইচ্ছাকৃত বিপজ্জনক অস্ত্র দিয়ে গুরুতর আঘাত করা), 465 (জালিয়াতি), 508 এবং 34 ধারায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পর জগনের বিরুদ্ধে এটিই প্রথম মামলা ।

পিভি সুনীল কুমার আগে সিআইডি-র ডিজি ছিলেন । রঘু রামা কৃষ্ণ রাজু অভিযোগ করেছেন যে তাঁকে শুধু মারধর করা হয়নি, 2021 সালের 14 মে গুন্টুরে তাঁকে হেফাজতে নেওয়ার সময় তাঁকে হত্যার চেষ্টা করা হয়েছিল । পুলিশ আরও বলেছে যে, রঘু রামা কৃষ্ণ রাজুর অভিযোগের ভিত্তিতে এক মেডিক্যাল অফিসারের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে ৷

এফআইআরয়ের প্রতিলিপি (নিজস্ব চিত্র)

62 বছর বয়সি রাজুর অভিযোগ, শীর্ষ আইপিএস অফিসার সুনীল কুমার এবং সীতারামঞ্জনেয়ুলু, পুলিশ অফিসার বিজয়া পল এবং সরকারি ডাক্তার প্রভাবতী সেই 'ষড়যন্ত্রের' অংশ ছিলেন । কোভিড-19 দ্বিতীয় ঢেউয়ের সময় তাঁকে গ্রেফতার করা হয়েছিল । রাজুর অভিযোগ, "অন্ধ্রপ্রদেশ সরকারের সিআইডি আমার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করে । আমাকে যথাযথ প্রক্রিয়া ছাড়াই গ্রেফতার করা হয়েছিল, আমাকে নির্যাতন করা হয়, বেআইনিভাবে পুলিশের গাড়ির ভিতরে টেনে নিয়ে যাওয়া হয় এবং সেই রাতেই জোর করে গুন্টুরে নিয়ে যাওয়া হয় ।"

বিধায়ক বলেছেন, গ্রেফতারের কিছু সপ্তাহ আগে তাঁর ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল, ওই অবস্থায় তিনি নির্যাতিত হয়েছেন । এছাড়াও 'মুখ্যমন্ত্রীর (জগন) সমালোচনা করার জন্য' তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন রাজু ।

প্রসঙ্গত, অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনে টিডিপি এবং তার সহযোগী জনসেনা ও বিজেপির জোট ক্ষমতায় আসে ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী হন টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু ।

Last Updated : Jul 12, 2024, 6:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details