পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বাড়বে কৃষক আন্দোলনের ঝাঁজ, বুধে দিল্লিতে মিছিল; দশে রেল অবরোধের ডাক - কৃষক আন্দোলন

Farmers Protest: আবারও বাড়তে চলেছে কৃষক আন্দোলনের ঝাঁজ ৷ আগামী 6 মার্চ দিল্লিতে মিছিল ও 10 মার্চ রেল অবরোধের কর্মসূচি গ্রহণ করল কৃষক সংগঠনগুলি ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Mar 3, 2024, 5:49 PM IST

চণ্ডীগড়/ভাটিন্ডা, 3 মার্চ: কয়েক দিনের শান্তিপূর্ণ প্রতিবাদের পর আবারও তীব্র হতে চলেছে কৃষক আন্দোলন ৷ আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে হরিয়ানা-পঞ্জাবের শম্ভু এবং খানৌরি সীমানা ৷ কৃষক সংগঠনগুলি ফের দিল্লি পর্যন্ত মিছিল করে যাওয়ার কর্মসূচি নিয়েছে ৷ এ ছাড়াও ট্রেন অবরোধ করার কর্মসূচির কথাও ঘোষণা করেছে কৃষক সংগঠনগুলি ৷

আগামী 6 মার্চ অর্থাৎ বুধবার দিল্লি অভিমুখে মিছিল করার কর্মসূচি গ্রহণ করেছেন কৃষকরা ৷ কৃষক আন্দোলনের নেতৃত্বে থাকা কৃষক নেতা সারওয়ান সিং পান্ধের আজ জানিয়েছেন যে, কৃষকরা 6 মার্চ দিল্লির দিকে যাত্রা করবেন । খানৌরি সীমানায় মৃত পঞ্জাবের তরুণ কৃষক শুভকরণ সিংয়ের শেষশ্রদ্ধার মঞ্চ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । কৃষক নেতা সারওয়ান সিং পান্ধের আরও ঘোষণা করেন যে, আগামী 10 মার্চ রেল অবরোধও করবেন আন্দোলনরত কৃষকরা ৷ সে দিন দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত সারা দেশে রেলের ট্র্যাকে বসে তাঁরা রেল অবরোধে শামিল হবেন বলে হুমকি দিয়েছেন ৷

স্বাভাবিক ভাবেই আবারও কৃষক আন্দোলন ঘিরে উত্তপ্ত হতে চলেছে হরিয়ানা-পঞ্জাব সীমানা এলাকা ৷ দিনকয়েক আগেই কৃষকদের মিছিল রুখতে পুলিশের তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে ৷

29 ফেব্রুয়ারি পর্যন্ত 'দিল্লি চলো' অভিযানে বিরতি ঘোষণা করেছিলেন কৃষকরা ৷ গত 24 ফেব্রুয়ারি সংযুক্ত কিষাণ মোর্চা এবং কিষাণ মজদুর মোর্চা এ নিয়ে একটি সূচি প্রকাশ করেছিল ৷ যেখানে বলা হয়েছিল, 28 ফেব্রুয়ারি এই দুই সংগঠন আবারও আলোচনায় বসবে ৷ ততদিন পঞ্জাব-হরিয়ানার শম্ভু ও খানৌরি সীমানায় জাতীয় সড়কের দু'ধারের মাঠে কৃষকরা অবস্থান করবেন ৷ তার আগে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে চণ্ডীগড়ে কৃষক নেতাদের যে বৈঠক হয়েছিল সেখানে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিতের বিষয়ে, কোনও ফলাফল বেরোয়নি ৷ কেন্দ্রের প্রস্তাব নিয়ে আন্দোলনকারী কৃষক সংগঠনগুলি আলোচনা করলেও, কোনও সুরাহা এখনও পাওয়া যায়নি ৷

আরও পড়ুন:

  1. 'ডব্লিউটিও দিবস' না-পালন করার ডাকে ট্রাক্টর মিছিল সংযুক্ত কিষাণ মোর্চা'র
  2. 29 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত 'দিল্লি চলো' অভিযান, কৃষক সংগঠনগুলির ডাকে আজ মোমবাতি মিছিল
  3. পঞ্জাবের খানৌরি সীমান্তে গুলির আঘাতে কৃষকের মৃত্যুর অভিযোগ

ABOUT THE AUTHOR

...view details