সোলান (হিমাচল প্রদেশ), 2 মে: দাড়ি-গোঁফা রাখায় চাকরি খোয়াতে হয়েছে বেশ কয়েকজন কর্মচারীকে ৷ এমন ঘটনা ঘটেছে হিমাচল প্রদেশের সোলানে ৷ এমন ঘটনায় স্বভাবতই কর্মক্ষেত্রের নীতি নিয়ে প্রশ্ন উঠেছে ৷ সংস্থার নিয়মকানুন মানুষের ব্যক্তিগত পছন্দ-অপছন্দের মধ্যে নাক গলাচ্ছে বলে বিতর্ক তৈরি হয়েছে ৷ ছাঁটাই হওয়া কর্মীরা কোম্পানির নিয়ম-নীতি নিয়ে সরকারকে চিঠি দিয়েছে ৷
সূত্রের খবর, সোলানের শিল্পাঞ্চল পারওয়ানুতে একটি কারখানায় 80 জনের চাকরি গিয়েছে ৷ এরপর ওই চাকরি-হারানো কর্মচারীরা বিক্ষোভ দেখায় ৷ জানা যায়, ওই কর্মচারীরা মুখে দাড়ি-গোঁফ রেখেছিল ৷ যা কোম্পানির নীতিকে লঙ্ঘন করেছিল ৷ স্বভাবতই বিতর্ক তৈরি হয় ৷
এরপর কোম্পানির কর্তৃপক্ষের সঙ্গে বোঝাপড়ার চেষ্টা করা হয়, যাতে বিষয়টি মিটমাট করে ফের 80 জনকে চাকরিতে বহাল করে তারা ৷ তবে শেষ পর্যন্ত ওই কর্মচারীদের ছাঁটাই করে কোম্পানি ৷ তবে সূত্রের খবর, সমঝোতার সময় কোম্পানিটি প্রাথমিকভাবে জানিয়েছিল, তারা ওই কর্মচারীদের পুনর্বহাল করতে পারে একটা শর্তে ৷ তাঁদের গোঁফ-দাড়ি কামিয়ে আসতে হবে ৷ কিন্তু পরে কোম্পানি এই শর্ত থেকেও পিছু হঠে ৷ 80 জনকে কাজে নিতে অস্বীকার করে ৷