নয়াদিল্লি, 23 জুন:মেডিক্য়ালের প্রবেশিকা অর্থাৎ, নিট (ইউজি) পরীক্ষায় বেনিয়ম মামলার তদন্ত করবে সিবিআই ৷ নিট-নেট দুর্নীতি নিয়ে তরজার মধ্যে শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানাল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ৷ ইতিমধ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) ডিরেক্টর জেনারেল সুবোধ সিংকে অপসারণ করেছে কেন্দ্র ৷ সেইসঙ্গে, পরীক্ষা পদ্ধতির ভুলত্রুটি শুধরে নতুন করে পরীক্ষার ব্যবস্থপনা করার জন্য প্রাক্তন ইসরোর চেয়ারম্যান কে রাধাকৃষ্ণণের নেতৃত্বে গঠন করা হয়েছে 7 সদস্যের একটি দল ৷ এই আবহে ঘটনার তদন্তভার কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র ৷
গত 5 মে হয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা ৷ পরীক্ষার ফল 14 জুন ঘোষণা হওয়ার কথা থাকলেও 4 জুন তা প্রকাশিত হয় ৷ তারপর একের পর এক বেনিয়মের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় একদল পরীক্ষার্থী ৷ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের এক উচ্চপর্যায়ের আধিকারিকের কথায়, "পরীক্ষা প্রক্রিয়া পরিচালনায় স্বচ্ছতার জন্য পর্যালোচনা করা হয়েছে ৷ তারপরই বিস্তারিত তদন্তের জন্য বিষয়টি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)কে হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।" তিনি আরও জানান, সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে এবং পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষার্থে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নিতে সরকার প্রস্তুত ৷ এই দুর্নীতির সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও সাফ জানান তিনি ৷