পশ্চিমবঙ্গ

west bengal

হেমন্ত সোরেনের দিল্লির বাসভবনে 12 ঘণ্টারও বেশি ইডি অভিযান, বাজেয়াপ্ত বিএমডব্লিউ গাড়ি

By ETV Bharat Bangla Team

Published : Jan 30, 2024, 9:08 AM IST

Updated : Jan 30, 2024, 9:37 AM IST

ED seizes BMW of Jharkhand CM Hemant Soren: সোমবার জমি দুর্নীতি ও হাওয়ালা মামলার তদন্তে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাসভবনে পৌঁছয় ইডি ৷ দক্ষিণ দিল্লিতে তাঁর বাড়িতে 12 ঘণ্টারও বেশি সময় ধরে চলে তল্লাশি অভিযান ৷

ETV Bharat
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের দিল্লির বাড়িতে ইডি তল্লাশি

রাঁচি ও নয়াদিল্লি, 30 জানুয়ারি: বাজেয়াপ্ত হল মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি ৷ সোমবার সকাল 9টা নাগাদ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর দক্ষিণ দিল্লির বাড়িতে পৌঁছয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা ৷ তাঁদের সঙ্গে ছিল দিল্লি পুলিশ বাহিনী ৷ জমি দুর্নীতি ও হাওয়ালা মামলায় সেখানে তল্লাশি অভিযান চলে দীর্ঘ 12 ঘণ্টারও বেশি সময় ধরে ৷ রাত সাড়ে 10টার সময় ইডি আধিকারিকরা জেজিএম নেতা হেমন্ত সোরেনের বাড়ি থেকে বেরিয়ে আসেন ৷

তবে সরকারি সূত্রের দাবি, এদিন নয়াদিল্লিতে তাঁর বাড়িতে হেমন্ত সোরেন ছিলেন না ৷ তাঁর যোগাযোগ করার চেষ্টা হলেও পাওয়া যায়নি ৷ এদিকে মুখ্যমন্ত্রীর পরিবার সূত্রে পালটা দাবি করা হয়েছে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চাকে কালিমালিপ্ত করার জন্য় মিথ্যে কথা বলছে ইডি ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল ৷ তাদের জানানো হয়, 31 জানুয়ারি দুপুর 1টা নাগাদ রাঁচিতে হেমন্ত সোরেনের বাড়িতেই আসবেন ইডি আধিকারিকরা ৷ সেখানে তাঁর বয়ান রেকর্ড করা হবে ৷ কিন্তু তার আগে সোমবার সকালেই ইডি তাঁর দক্ষিণ দিল্লির বাসভাবনে পৌঁছে তল্লাশি অভিযান চালায় ৷ সেখানে সোরেনের একটি বিএমডব্লিউ গাড়ি বাজেয়াপ্ত করে ইডি ৷ গাড়িটি হরিয়ানায় নথিভুক্ত করা ছিল ৷ এছাড়া কয়েকটি গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার করেন আধিকারিকরা ৷

সূত্রের খভর, গত 27 জানুয়ারি হেমন্ত সোরেন রাঁচি থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন ৷ তিনি দলীয় সদস্যদের কাছে জানিয়েছিলেন তাঁর ব্যক্তিগত কাজ আছে ৷ সেগুলি শেষ করে ফিরে আসবেন ৷ এদিকে ঝাড়খণ্ড বিজেপির দাবি, গত 18 ঘণ্টা ধরে ইডির ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ৷

এর আগে 20 জানুয়ারি ইডি হেমন্ত সোরেনকে তাঁর সরকারি বাসভবনে জিজ্ঞাসাবাদ করে ৷ এরপর 29 জানুয়ারি অথবা 31 জানুয়ারি, যে কোনও একদিন তাঁকে বাসভবনে জিজ্ঞাসাবাদের জন্য থাকতে হবে জানানো হয়েছিল ৷ হেমন্ত ইডির সঙ্গে যোগাযোগ করলেও তারিখ নিশ্চিত করেননি বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন:

  1. জমি দুর্নীতি ও হাওয়ালা মামলায় হেমন্ত সোরেনের দিল্লির বাড়িতে ইডি
  2. রাহুলের ভালোবাসার দোকানে এখন শুধুই ঘৃণা, নীতীশের ডিগবাজি নিয়ে তোপ অনুরাগের
  3. বিহারে এনডিএ সরকারের প্রথম পরীক্ষা, রাজ্যসভার 6টি আসনে নির্বাচনের দিন ঘোষণা কমিশনের
Last Updated : Jan 30, 2024, 9:37 AM IST

ABOUT THE AUTHOR

...view details