হায়দরাবাদ, 15 মার্চ: এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হলেন তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে তথা বিআরএস নেত্রী কবিতা রাও ৷ দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারির অভিযোগে শুক্রবার সকাল থেকে হায়দরাবাদের বানজারা হিলসে কবিতার বাসভবনে তল্লাশি অভিযান শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ও আইটি আধিকারিকরা ৷ এরপর বিকেলে তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ৷ তল্লাশির পরই বিআরএস নেত্রীকে নিজেদের হেফাজতে নেয় ইডি ৷
ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) সুপ্রিমো এবং তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-এর কন্যা কবিতার গ্রেফতারির খবর পেতেই বিপুল সংখ্যক বিআরএস অনুগামী তাঁর বাসভবনের সামনে ভিড় জমান ৷ তাঁরা বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এবং ইডি-র বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন ও বিক্ষোভ দেখান ।
কবিতার গ্রেফতার নিয়ে ইডি আধিকারিকদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন নেত্রীর দাদা কেটিআর ৷ ট্রানজিট ওয়ারেন্ট ছাড়া কবিতাকে গ্রেফতার করা হবে না বলে আদালতকে জানানোর পরও কীভাবে তাঁরা গ্রেফতার করবেন বলে প্রশ্ন করেন তিনি । সুপ্রিম কোর্টে দেওয়া কথায় কীভাবে ভুল হতে পারে তার প্রতিবাদ করেন তিনি ।