পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অন্ধ্রে ভোট-পরবর্তী হিংসায় কড়া কমিশন, দিল্লিতে তলব মুখ্যসচিব-ডিজিপিকে - ECI on AP Post Poll Violence

ECI on AP Post Poll Violence: অন্ধ্রপ্রদেশে ভোট-পরবর্তী হিংসায় কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের ৷ দিল্লিতে তলব করা হয়েছে সে রাজ্যের মুখ্যসচিব ও ডিজিপিকে ৷

ETV BHARAT
অন্ধ্রে ভোট-পরবর্তী হিংসায় কড়া কমিশন (ফাইল ছবি)

By ETV Bharat Bangla Team

Published : May 15, 2024, 7:31 PM IST

হায়দরাবাদ, 15 মে: অন্ধ্রপ্রদেশে ভোট-পরবর্তী হিংসার ঘটনায় কড়া পদক্ষেপ করল নির্বাচন কমিশন ৷ গত তিন দিনে অন্ধ্রে বেশ কয়েকটি জেলায় প্রবল হিংসার ঘটনার জেরে বুধবার রাজ্যের মুখ্যসচিব ও ডিজিপিকে সমন পাঠানো হয়েছে ৷ বৃহস্পতিবার তাঁদের নয়াদিল্লিতে গিয়ে হাজিরা দিতে বলা হয়েছে ৷ কমিশন বলেছে যে, 13 মে ভোটের সময় যে হিংসার ঘটনা ঘটে এবং অন্যান্য সংবেদনশীল জায়গায় সেই হিংসা যেভাবে ছড়িয়ে পড়ে, তা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে রাজ্য প্রশাসন ও পুলিশ ।

মুখ্য নির্বাচনী আধিকারিক মুকেশ কুমার মীনা বলেন যে, যারা হিংসার ঘটনা ঘটিয়েছে তাদের নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে পুলিশ ৷ যারা হিংসাত্মক কার্যকলাপের আশ্রয় নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন । একটি বিবৃতিতে মুকেশ কুমার মীনা বলেন, যারা ইভিএম নষ্ট করেছে, তাদের বিরুদ্ধে মামলা করা হবে এবং তাদের জেলে পাঠানো হবে । যে নিরাপত্তা কক্ষে ইভিএমগুলি রাখা হয়েছে, রাজনৈতিক দলের প্রতিনিধিরা তা সর্বক্ষণের জন্য পর্যবেক্ষণ করতে পারেন বলেও জানিয়েছেন তিনি । তিনি জানান, রাজ্যের 715টি জায়গায় পুলিশ পিকেটিং চলছে ।

কমিশন এর আগেও বারবার বলেছে যে, গণতন্ত্রে হিংসা কোনও জায়গা নেই । সাধারণ নির্বাচন ঘোষণার পর থেকে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার শান্তিপূর্ণ ও হিংসামুক্ত নির্বাচন পরিচালনা নিশ্চিত করতে নির্বাচনী এলাকাগুলিতে নিজে গিয়ে পর্যবেক্ষণ করছেন । অন্ধ্রপ্রদেশে ভোটের পরে হিংসার পরিস্থিতি দেখে মুখ্যসচিব এবং ডিজিপিকে কমিশন নির্দেশ দিয়েছে যে, এই হিংসা যাতে না-ঘটে, তা যে কোনও মূল্য নিশ্চিত করতে হবে ৷

আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের মুখ্যসচিব এবং ডিজিপিকে নতুন দিল্লিতে তলব করেছেন মুখ্য নির্বাচন কমিশনার ৷ তাঁদের কাছ থেকে নির্বাচন পরবর্তী হিংসা নিয়ন্ত্রণে প্রশাসনের ব্যর্থতার কারণ জানতে চাইবে কমিশন ৷ পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে কী কী পদক্ষেপ করছে পুলিশ ও প্রশাসন তাও ব্যাখ্যা করতে হবে মুখ্যসচিব ও ডিজিপিকে ৷

আরও পড়ুন:

  1. সোমবার চতুর্থ দফার ভোট, কনৌজ থেকে হায়দরবাদের লড়াই ঘিরে তুঙ্গে উৎসাহ
  2. অন্ধ্রপ্রদেশে নৈরাজ্যবাদের সমাপ্তি: একটি ঐতিহাসিক প্রয়োজনীয়তা
  3. চন্দ্রবাবুর আগাম জামিনের বিরুদ্ধে অন্ধ্র সরকারের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

ABOUT THE AUTHOR

...view details