হায়দরাবাদ, 15 মে: অন্ধ্রপ্রদেশে ভোট-পরবর্তী হিংসার ঘটনায় কড়া পদক্ষেপ করল নির্বাচন কমিশন ৷ গত তিন দিনে অন্ধ্রে বেশ কয়েকটি জেলায় প্রবল হিংসার ঘটনার জেরে বুধবার রাজ্যের মুখ্যসচিব ও ডিজিপিকে সমন পাঠানো হয়েছে ৷ বৃহস্পতিবার তাঁদের নয়াদিল্লিতে গিয়ে হাজিরা দিতে বলা হয়েছে ৷ কমিশন বলেছে যে, 13 মে ভোটের সময় যে হিংসার ঘটনা ঘটে এবং অন্যান্য সংবেদনশীল জায়গায় সেই হিংসা যেভাবে ছড়িয়ে পড়ে, তা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে রাজ্য প্রশাসন ও পুলিশ ।
মুখ্য নির্বাচনী আধিকারিক মুকেশ কুমার মীনা বলেন যে, যারা হিংসার ঘটনা ঘটিয়েছে তাদের নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে পুলিশ ৷ যারা হিংসাত্মক কার্যকলাপের আশ্রয় নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন । একটি বিবৃতিতে মুকেশ কুমার মীনা বলেন, যারা ইভিএম নষ্ট করেছে, তাদের বিরুদ্ধে মামলা করা হবে এবং তাদের জেলে পাঠানো হবে । যে নিরাপত্তা কক্ষে ইভিএমগুলি রাখা হয়েছে, রাজনৈতিক দলের প্রতিনিধিরা তা সর্বক্ষণের জন্য পর্যবেক্ষণ করতে পারেন বলেও জানিয়েছেন তিনি । তিনি জানান, রাজ্যের 715টি জায়গায় পুলিশ পিকেটিং চলছে ।