ইম্ফল, 28 এপ্রিল:নির্বাচনের সময়ে ফের বিশৃঙ্খল হয়ে উঠেছিল উত্তর-পূর্বের রাজ্য মণিপুর। শুক্রবার দ্বিতীয় দফার ভোটের দিন আউটার মণিপুরের একাধিক বুথ থেকে উত্তেজনার সৃষ্টি হয় ৷ আবার সেদিন রাতেই অর্থাৎ ভোট মিটতেই মণিপুরের বিষ্ণুপুর জেলায় কেন্দ্রীয় বাহিনীর ওপর অতর্কিত হানা দেয় সন্দেহভাজন জঙ্গিরা। পাহাড়ের উপর নারানসেনা গ্রাম থেকে জঙ্গিরা গুলি চালায় বলে জানা যায় ৷ ওই জঙ্গি হামলায় প্রাণ যায় দুই সিআরপিএফ জওয়ানের ৷ এদিকে, আজ, রবিবার আউটার মণিপুরের ছয় বুথে ভোট বাতিল করে তা পুনরায় করার জন্য নির্দেশ দিল নির্বাচন কমিশন ৷ ওই কেন্দ্রগুলোতে আগামী 30 এপ্রিল ভোটগ্রহণ হবে বলেও এদিন কমিশন জানিয়ে দেয় ৷
মণিপুরে দ্বিতীয় দফার ভোটে কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবরের পাশাপাশি রিগিং এবং বুথ দখলের অভিযোগও উঠেছিল ৷ কমিশনের কাছে পুনর্নির্বাচনের আর্জিও জানানো হয়েছিল। সেই মোতাবেক ছ'টি বুথে আবারও ভোট করানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। কমিশন সূত্রে আরও জানানো হয়েছে, আগামী 30 এপ্রিল সকাল সাতটা থেকে বিকেল চারটে পর্যন্ত ভোটগ্রহণ চলবে ওই বুথগুলিতে।