অমৃতসর, 17 মে: অমৃতসরে আম আদমি পার্টির দলীয় সভায় বিজেপিকে নিশানা অরবিন্দ কেজরিওয়ালের ৷ শুক্রবারের সেই সভায় বিজেপিকে 'স্বৈরতান্ত্রিক' দল হিসেবে উল্লেখ করেন তিনি ৷ আপ সুপ্রিমো বলেন, "দেশ জুড়ে বিজেপি যে স্বৈরাচার চালাচ্ছে, তা কখনওই বরদাস্ত করা যায় না ৷ দেশ গত 75 বছরে এমন পরিস্থিতি কখনও দেখেনি ৷"
পঞ্জাবে আপের কর্মী, নেতা এবং বিধায়কদের নিয়ে সভা করেন দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল ৷ সেই সভা থেকে কেজরিওয়াল স্পষ্ট নির্দেশ দিয়েছেন, এই লোকসভা নির্বাচনে পঞ্জাব থেকে তাঁর দলের তেরোজন সাংসদ চাই ৷ বিজেপির বিরুদ্ধে বিরোধী দলের সব নেতাদের জবরদস্তি জেলে পাঠানোর অভিযোগ করেছেন আপ সুপ্রিমো ৷ এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন ৷
কেজরিওয়াল বলেন, "আমাদের দেশে যে একনায়কতন্ত্র চলছে, তা কখনওই মেনে নেওয়া যায় না ৷ বিগত 75 বছরে ভারতবাসী এমন খারাপ পরিস্থিতি দেখেনি ৷ বিরোধী নেতাদের জেলে ভরে দেওয়া হচ্ছে ৷" এমনকি রাশিয়ার সঙ্গে ভারতের পরিস্থিতির তুলনা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "ঠিক যেমন রাশিয়ায় পুতিন তাঁর বিরোধীদের নয় জেলে ভরে দেন ৷ আর তা না হলে, মেরে ফেলেন এবং তারপর নির্বাচনের আয়োজন করে 87 শতাংশ ভোটে জিতে যান ৷ স্বাভাবিকভাবে আপনার উলটোদিকে কোনও প্রতিপক্ষ না থাকলে, আপনি একতরফা ভাবে জিতবেন ৷"
এ প্রসঙ্গে কেজরিওয়াল নিজের এবং তাঁর মন্ত্রিসভার উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে জেলে পাঠানোর প্রসঙ্গ টেনে আনেন ৷ এমনকি ঠিক নির্বাচনের আগে আয়কর বিভাগকে দিয়ে কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার অভিযোগ করেন ৷ সেই সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহারের অভিযোগ করেছেন অরবিন্দ কেজরিওয়াল ৷ তামিলনাড়ুর এক মন্ত্রীকেও গ্রেফতার করানোর অভিযোগ করেছেন তিনি ৷ তাঁর কথায়, "সবাইকে জেলে ভরে দিচ্ছে ৷ তারপর মাত্র একটি দল ও একজন নেতা রয়ে যাবেন ৷ কিন্তু, সেই সঙ্গে গণতন্ত্রের হত্যা হবে ৷" এদিন অমৃতসরের আপ প্রার্থী কুলদীপ সিং ধালিওয়ালের হয়ে রোড-শো করেন কেজরিওয়াল ৷
আরও পড়ুন:
- চড়-লাথি মেরেছেন কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব, দিল্লি পুলিশকে জানিয়েছেন স্বাতী মালিওয়াল
- বিজেপি জিতলে এক বছরের মধ্যেই প্রধানমন্ত্রী হবেন অমিত শাহ, দাবি অরবিন্দ কেজরিওয়ালের
- মোদির প্রধানমন্ত্রীত্বে বাধা হবে না বিজেপির সংবিধান, কেজরির দাবি উড়িয়ে মন্তব্য শাহর