নয়াদিল্লি, 6 অক্টোবর: পরিবেশ ও জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক রবিবার দিল্লির লাদাখ ভবনে অনশন অবস্থানে বসেছেন ৷ সোনমদের যন্তর মন্তরে অনশনে বসার অনুমতি দেয়নি পুলিশ ৷ এরপরই তাঁরা দিল্লির লাদাখ ভবনে গিয়ে অবস্থানে বসেন ৷ লাদাখকে ষষ্ঠ তফসিলের মর্যাদা দেওয়ার জন্য লড়াই শুরু করেছেন সোনম ৷ অনশন শুরুর আগে সাংবাদ মাধ্যমের সামনে জানান, লড়াইয়ের জন্য কোনও স্থান খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত লাদাখ ভবনেই প্রতিবাদ করতে বাধ্য হয়েছেন।
ওয়াংচুক-সহ প্রায় 18 জন লাদাখ ভবনের গেটের কাছে বসে হিন্দিতে 'উই শ্যাল ওভারকাম' গানে গলা মেলান ৷ একই সঙ্গে তাঁদের স্লোগানে ছিল, 'ভারত মাতা কি জয়', 'জয় লাদাখ' এবং 'লাদাখ বাঁচাও, হিমালয় বাঁচাও'। রবিবার সকালে, ওয়াংচুক এক্স হ্যান্ডেলের পোস্টে লিখেছেন, তাদের যন্তর মন্তরে অনশনে বসার অনুমতি প্রত্যাখ্যান করা হয়েছে।