পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

3 দিনে সিদ্ধান্ত নিন, ভোটারদের শিক্ষিত করার যাত্রার অনুমতি নিয়ে নির্দেশ সুপ্রিম কোর্টের - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

YATRAS TO EDUCATE VOTERS: ভোটারদের শিক্ষিত করার যাত্রার ক্ষেত্রে তিন দিনের মধ্যে সিদ্ধান্ত নিন ৷ মামলার শুনানিতে এমনই নির্দেশ দিল বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার সুপ্রিম কোর্টের বেঞ্চ ।

Supreme Court
ভোটারদের শিক্ষিত করার যাত্রার অনুমতির ক্ষেত্রে 3 দিনে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

By ETV Bharat Bangla Team

Published : Apr 19, 2024, 5:44 PM IST

নয়াদিল্লি, 19 এপ্রিল: নির্বাচনের বিষয়ে ভোটারদের শিক্ষিত করার জন্য যাত্রা করার অনুমতি চেয়ে আবেদন জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে ৷ তিন দিনের মধ্যে এই বিষয়ে কর্তৃপক্ষকে সিদ্ধান্ত নিতে হবে, শুক্রবার এমনটাই নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত ৷

মামলাকারীর আইনজীবী প্রশান্ত ভূষণ বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চে জানিয়েছেন, ভোট শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশন সমস্ত সমাবেশ, সভা, বিক্ষোভ নিষিদ্ধ করেছে । তিনি সওয়াল করেন,"কীভাবে এই ধরনের নির্দেশ জারি করা হতে পারে ?" প্রশান্ত ভূষণ যুক্তি দিয়েছেন, "সাংবিধানিক বেঞ্চের রায় বলে যে, শান্তি-ভঙ্গের কিছু সুপ্রতিষ্ঠিত প্রকৃত আশঙ্কা থাকতে হবে ৷ না হলে আপনি 144 ধারা জারি করতে পারবেন না ৷"

বেঞ্চে থাকা বিচারপতি সন্দীপ মেহতা জানতে চান, "আপনি এমন কোনও একটি নোটিশের কথা কি জানাতে পারেন?" এর উত্তরে প্রশান্ত ভূষণ বারমেরে জারি করা একটি নোটিশ পড়ে বলেন, "এটি বারমেরের জেলা ম্যাজিস্ট্রেটের জারি করা আদেশ ৷ এতে বলা হয়েছে, 16 মার্চ তারিখে নির্বাচন কমিশন লোকসভা ভেটের ঘোষণা করেছে । নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, শান্তিপূর্ণভাবে লোকসভা নির্বাচন করতে হবে । সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়া কোনও ব্যক্তি মিছিল বা জনসভার আয়োজন করতে পারবে না ৷ তবে বিয়ের অনুষ্ঠান ও অন্ত্যেষ্টিক্রিয়ার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয় ।"

মামলাকারীর আইনজীবী আদালতে জানান, তাঁর মক্কেল অনুমতির জন্য আবেদন করেছিলেন যে, তাঁরা নির্বাচনী এলাকায় ভোটারদের তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে শিক্ষিত করার জন্য একটি গণতন্ত্র যাত্রা / জনসভা করতে চান । গতবার নভেম্বর এবং ডিসেম্বরে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে আমরা একই অনুমতি চেয়েছিলাম ৷ 48 ঘণ্টার মধ্যে তাদের অন্তত অনুমতির আবেদনের সিদ্ধান্ত নেওয়া উচিত ৷"

প্রশান্ত ভূষণ আদালতকে এ বিষয়ে একটি নির্দেশ দিতে আবেদন করেন, যা সমগ্র দেশের জন্য প্রযোজ্য হবে । এরপরেই বেঞ্চ তার অন্তর্বর্তী নির্দেশে বলেছে, 'যদি কোনও ব্যক্তি উপযুক্ত কর্তৃপক্ষের কাছে ভোটারদের শিক্ষিত করার জন্য যাত্রা করার আবেদন করে, তাহলে এই ধরনের আবেদনের ক্ষেত্রে তিন দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে ।"

আরও পড়ুন:

  1. কোনও কঠিন পদক্ষেপ নয়, লোকসভা ভোটের মুখে আয়কর স্বস্তি কংগ্রেসের
  2. ভোটের মুখে নির্বাচনী বন্ড বিতর্কে ঘি প্রভাকরের, রইল নানা মুনির মতামত
  3. বিচারব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা হচ্ছে, প্রধান বিচারপতিকে খোলা চিঠি অবসরপ্রাপ্ত বিচারপতিদের

ABOUT THE AUTHOR

...view details