নয়াদিল্লি, 19 এপ্রিল: নির্বাচনের বিষয়ে ভোটারদের শিক্ষিত করার জন্য যাত্রা করার অনুমতি চেয়ে আবেদন জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে ৷ তিন দিনের মধ্যে এই বিষয়ে কর্তৃপক্ষকে সিদ্ধান্ত নিতে হবে, শুক্রবার এমনটাই নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত ৷
মামলাকারীর আইনজীবী প্রশান্ত ভূষণ বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চে জানিয়েছেন, ভোট শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশন সমস্ত সমাবেশ, সভা, বিক্ষোভ নিষিদ্ধ করেছে । তিনি সওয়াল করেন,"কীভাবে এই ধরনের নির্দেশ জারি করা হতে পারে ?" প্রশান্ত ভূষণ যুক্তি দিয়েছেন, "সাংবিধানিক বেঞ্চের রায় বলে যে, শান্তি-ভঙ্গের কিছু সুপ্রতিষ্ঠিত প্রকৃত আশঙ্কা থাকতে হবে ৷ না হলে আপনি 144 ধারা জারি করতে পারবেন না ৷"
বেঞ্চে থাকা বিচারপতি সন্দীপ মেহতা জানতে চান, "আপনি এমন কোনও একটি নোটিশের কথা কি জানাতে পারেন?" এর উত্তরে প্রশান্ত ভূষণ বারমেরে জারি করা একটি নোটিশ পড়ে বলেন, "এটি বারমেরের জেলা ম্যাজিস্ট্রেটের জারি করা আদেশ ৷ এতে বলা হয়েছে, 16 মার্চ তারিখে নির্বাচন কমিশন লোকসভা ভেটের ঘোষণা করেছে । নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, শান্তিপূর্ণভাবে লোকসভা নির্বাচন করতে হবে । সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়া কোনও ব্যক্তি মিছিল বা জনসভার আয়োজন করতে পারবে না ৷ তবে বিয়ের অনুষ্ঠান ও অন্ত্যেষ্টিক্রিয়ার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয় ।"