পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার বার্তা কংগ্রেসের, কমলাকেও শুভেচ্ছা জানালেন রাহুল

প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেন মল্লিকার্জুন খাড়গে। ট্রাম্পের পাশাপাশি কমলা হ্যারিসকেও শুভেচ্ছা জানিয়েছেন রাহুল ।

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

By ETV Bharat Bangla Team

Published : Nov 6, 2024, 7:42 PM IST

নয়াদিল্লি, 6 নভেম্বর: প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাল কংগ্রেস। সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানিয়েছেন, বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ট্রাম্পের সঙ্গে কাজ করতে তাঁরা প্রস্তুত।

এই জয়ের মধ্য দিয়ে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে 127 বছরের রেকর্ড ভেঙেছেন ট্রাম্প। কমলা হ্যারিসকে হারিয়ে তাঁর এভাবে ফিরে আসা মার্কিন ইতিহাসের অন্যতম তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলে মনে করা হচ্ছে ।

এক্স হ্যান্ডেলে খাড়গে লিখেছেন, "জাতীয় কংগ্রেসের তরফে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের জন্য ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাচ্ছি । ভারত এবং আমেরিকার সম্পর্ক দৃঢ় । দু'দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বও আছে ।" কংগ্রেস সভাপতি মনে করেন, দুটি দেশের মানুষের মধ্যেও বিশেষ যোগাযোগ আছে । আর সে কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠা করতে এবং এক সমৃদ্ধশালী বিশ্ব নির্মানে ট্রাম্পের সঙ্গে একযোগে কাজ করতে আমরা তৈরি। "

অভিনন্দন জানিয়ে পোস্ট করেছেন রাহুল গান্ধিও। এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা লেখেন, "দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হওয়ার জন্য আপনাকে অভিনন্দন। আগামিদিনে আপনার সাফল্য কামনা করি।" এই পোস্টে পরাজিত প্রার্থী কমলা হ্যারিসকেও আগামিদিনের জন্য শুভেচ্ছা জানান রাহুল।

এদিকে, আমেরিকার হাউজ অফ রিপ্রেজেন্টেটিভের নির্বাচনে জয়ী হলেন 6 ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ৷ এর আগে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে ভারতীয় বংশোদ্ভূত প্রতিনিধি ছিলেন 5 জন ৷ 2024 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর তা বেড়ে হল 6 ৷ এর মধ্যে ভারতীয়-আমেরিকান আইনজীবী সুহাস সুব্রহ্মণ্যম ইতিহাস গড়েছেন ৷ ভার্জিনিয়া এবং গোটা ইস্ট কোস্ট থেকে তিনিই প্রথম ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি যিনি হাউজ রিপ্রেজেন্টেটিভে নির্বাচিত হয়েছেন ৷

জয় নিশ্চিত হওয়ার পর ভারতীয় সময় একটা নাগাদ ভাষণ দেন ট্রাম্প। তাঁর জয়কে গণতন্ত্র এবং স্বাধীনতার জয় হিসেবে ব্যাখ্যা করেন ৷ তাঁকে নির্বাচিত করার জন্য আমেরিকার নাগরিকদের ধন্যবাদও জানান তিনি ৷ পাশাপাশি দেশের উন্নয়নের জন্য তিনি যে সবকিছু করতে প্রস্তুত তাও বুঝিয়ে দিয়েছেন ট্রাম্প। তাঁর কথায়, "আমি আমার সবটা দিয়ে আপনাদের জন্য লড়ব ৷ আমাদের সন্তানরা এবং আপনাদেরও, একটা শক্তিশালী, নিরাপদ এবং সমৃদ্ধ আমেরিকা পাওয়া উচিত ৷ সেটা যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ আমি বিশ্রাম নেব না ৷"

ABOUT THE AUTHOR

...view details