পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

'যন্ত্রণা' নিয়ে জেএমএম ছেড়ে বিজেপিতে চম্পাই, পালটা বার্তা হেমন্তের - CHAMPAI SOREN

Champai Soren joines BJP: শেষ পর্যন্ত বিজেপিতেই যোগ দিলেন চম্পাই সোরেন। রাঁচিতেই এক অনুষ্ঠানে ছেলে এবং কয়েক হাজার সমর্থককে নিয়ে বিজেপিতে যোগ দেন চম্পাই সোরেন। এই উপলক্ষে বিজেপির শীর্ষ নেতারা তাঁকে দলে স্বাগত জানিয়েছেন।

Champai Soren joined BJP in Ranchi
জেএমএম ছেড়ে বিজেপিতে চম্পাই (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2024, 8:33 PM IST

রাঁচি, 30 অগস্ট: জল্পনার অবসান। শেষমেশ বিজেপিতেই গেলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন জেএমএম নেতা চম্পাই সোরেন ৷ চম্পাই সোরেনের পাশাপাশি তাঁর ছেলে বাবুলাল সোরেনও বিজেপিতে যোগ দিয়েছেন। আর দল ছাড়ার সিদ্ধান্তের পিছনে চম্পাই সোরেনের দাবি, বর্তমান সময়ে তাঁর পুরনো দল জেএমএম এবং সরকারের কাজ দেখে তিনি মর্মাহত ৷ গত কয়েকদিনের ঘটনার কারণে প্রচণ্ড যন্ত্রণা নিয়ে এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলেও জানিয়েছে সোরেন। তবে তিনি যে দলের জন্য অপরিহার্য নন তাও বার্তা দিয়ে বুঝিয়ে দিয়েছেন হেমন্ত সোরেন ৷

রাঁচিতে একটি অনুষ্ঠানে চম্পাই সোরেন তাঁর কয়েক হাজার সমর্থক-সহ পদ্ম শিবিরে যোগ দিয়েছেন ৷ এই অনুষ্ঠানে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবং কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান উপস্থিত ছিলেন। পরে শিবু সোরেনকে উদ্দেশ্য করে তাঁর পদত্যাগপত্রে লিখেছেন, "জেএমএম আমার কাছে একটি পরিবারের মতো ৷ আমি স্বপ্নেও ভাবিনি যে আমাকে এটি ছেড়ে যেতে হবে।"

জেএমএম থেকে পদত্যাগ চম্পাই সোরেনের

জেএমএম থেকে পদত্যাগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি এই কথাই জানিয়েছেন। তিনি লিখেছেন, "ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রাথমিক সদস্যপদ এবং সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছি। ঝাড়খণ্ডের আদিবাসী, দলিত, পিছিয়ে পড়া মানুষ এবং সাধারণ মানুষের জন্য আমাদের সংগ্রাম চলবে।" চম্পাই শিবু সোরেনের কাছে পাঠানো তাঁর পদত্যাগ পত্রে লিখেছেন, "জেএমএম-এর বর্তমান নীতি এবং কাজের শৈলীতে বিরক্ত হয়ে তিনি দল ছাড়তে বাধ্য হয়েছেন। আপনার নির্দেশনায় আমাদের মতো কর্মীরা যে দলের স্বপ্ন দেখেছিলেন এবং যে দলের জন্য আমরা বন-পর্বত, গ্রাম পরিষ্কার করেছি, সেই দল আজ তাঁর দিকপথ হারিয়েছে।"

শিবু সরেনকে লেখা চিঠিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী লিখেছেন, "বর্তমান স্বাস্থ্যের কারণে আপনি সক্রিয় রাজনীতি থেকে দূরে আছেন ৷ আপনাকে ছাড়া দলে এমন কোনও জায়গা নেই যেখানে আমরা আমাদের ব্যথা প্রকাশ করতে পারি। এই কারণে, আমি ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রাথমিক সদস্যপদ এবং সমস্ত পদ থেকে পদত্যাগ করছি।"

মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার পর ক্ষুব্ধ চম্পাই

শিবু সোরেনের পর ঝাড়খণ্ড মুক্তি মোর্চার দ্বিতীয় সহসভাপতি চম্পাই সোরেন। জেল থেকে বেরিয়ে আসার পরে হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রীর পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়ায় তিনি ক্ষুব্ধ হন। তবে হেমন্ত সোরেনের নেতৃত্বে গঠিত নতুন সরকারে তিনিও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হন। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি যেভাবে অপমানিত হওয়ার বিষয়টি প্রকাশ্যে এনেছেন তাতে মনে হচ্ছিল চম্পাই সোরেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চায় বেশি দিন থাকবেন না। জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে, বুধবার দিল্লি গিয়ে বিজেপি নেতা অমিত শাহ এবং শিবরাজ সিং চৌহানের সঙ্গে দেখা করার পরে রাঁচিতে ফিরে আসার সঙ্গে সঙ্গে তিনি জেএমএম ছাড়ার সিদ্ধান্ত নেন।

রামদাসের শপথ নিয়ে রাজনীতি শুরু হয়

অন্যদিকে, চম্পাইয়ের ছেড়ে যাওয়া মন্ত্রী পদে শপথ নিয়েছেন ঘাটশিলার জেএমএম বিধায়ক রামদাস সোরেন। রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গোওয়ার তাঁকে মন্ত্রীপদের শপথ বাক্য পাঠ করান। চম্পাই সোরেনের জায়গায় মন্ত্রী করা হয়েছে রামদাস সোরেনকে। চম্পাই সোরেনের পদত্যাগের পর তাঁর পদ খালি হয়ে যায়। এরপরই রামদাস সোরেনকে মন্ত্রী করলেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।

ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের আগে, ঝাড়খণ্ডের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত পালটে যাচ্ছে ৷ শাসক দল এবং বিরোধীরাও তাদের নিজ নিজ কৌশল অনুসারে এগিয়ে চলেছে। হেমন্ত সোরেন ঘাটশিলার জেএমএম বিধায়ক রামদাস সোরেনকে মন্ত্রিসভায় এনে কার্যত এই বার্তা দেওয়ার চেষ্টা করলেন, জেএমএম চম্পাই সোরেনের বিকল্প হিসাবে বেছে নিয়েছে ৷ চম্পাইয়ের বিজেপিতে যোগদান জেএমএমে কোনও প্রভাব ফেলবে না বলেও বার্তা দিতে চেয়েছেন হেমন্ত।

ABOUT THE AUTHOR

...view details