রাঁচি, 30 অগস্ট: জল্পনার অবসান। শেষমেশ বিজেপিতেই গেলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন জেএমএম নেতা চম্পাই সোরেন ৷ চম্পাই সোরেনের পাশাপাশি তাঁর ছেলে বাবুলাল সোরেনও বিজেপিতে যোগ দিয়েছেন। আর দল ছাড়ার সিদ্ধান্তের পিছনে চম্পাই সোরেনের দাবি, বর্তমান সময়ে তাঁর পুরনো দল জেএমএম এবং সরকারের কাজ দেখে তিনি মর্মাহত ৷ গত কয়েকদিনের ঘটনার কারণে প্রচণ্ড যন্ত্রণা নিয়ে এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলেও জানিয়েছে সোরেন। তবে তিনি যে দলের জন্য অপরিহার্য নন তাও বার্তা দিয়ে বুঝিয়ে দিয়েছেন হেমন্ত সোরেন ৷
রাঁচিতে একটি অনুষ্ঠানে চম্পাই সোরেন তাঁর কয়েক হাজার সমর্থক-সহ পদ্ম শিবিরে যোগ দিয়েছেন ৷ এই অনুষ্ঠানে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবং কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান উপস্থিত ছিলেন। পরে শিবু সোরেনকে উদ্দেশ্য করে তাঁর পদত্যাগপত্রে লিখেছেন, "জেএমএম আমার কাছে একটি পরিবারের মতো ৷ আমি স্বপ্নেও ভাবিনি যে আমাকে এটি ছেড়ে যেতে হবে।"
জেএমএম থেকে পদত্যাগ চম্পাই সোরেনের
জেএমএম থেকে পদত্যাগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি এই কথাই জানিয়েছেন। তিনি লিখেছেন, "ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রাথমিক সদস্যপদ এবং সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছি। ঝাড়খণ্ডের আদিবাসী, দলিত, পিছিয়ে পড়া মানুষ এবং সাধারণ মানুষের জন্য আমাদের সংগ্রাম চলবে।" চম্পাই শিবু সোরেনের কাছে পাঠানো তাঁর পদত্যাগ পত্রে লিখেছেন, "জেএমএম-এর বর্তমান নীতি এবং কাজের শৈলীতে বিরক্ত হয়ে তিনি দল ছাড়তে বাধ্য হয়েছেন। আপনার নির্দেশনায় আমাদের মতো কর্মীরা যে দলের স্বপ্ন দেখেছিলেন এবং যে দলের জন্য আমরা বন-পর্বত, গ্রাম পরিষ্কার করেছি, সেই দল আজ তাঁর দিকপথ হারিয়েছে।"
শিবু সরেনকে লেখা চিঠিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী লিখেছেন, "বর্তমান স্বাস্থ্যের কারণে আপনি সক্রিয় রাজনীতি থেকে দূরে আছেন ৷ আপনাকে ছাড়া দলে এমন কোনও জায়গা নেই যেখানে আমরা আমাদের ব্যথা প্রকাশ করতে পারি। এই কারণে, আমি ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রাথমিক সদস্যপদ এবং সমস্ত পদ থেকে পদত্যাগ করছি।"