পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রতিরক্ষা প্রযুক্তিতে গতি বাড়াতে নয়া প্রকল্প চালু কেন্দ্রের, স্টার্ট-আপগুলিকে কয়েক কোটির অনুদান

Defense Ministry New Scheme: নয়াদিল্লিতে অনুষ্ঠিত ডিফকানেক্ট-2024 প্রতিরক্ষা মন্ত্রক মঙ্গলবার এডিআইটিআই প্রকল্প চালু করেছে ৷ যার অর্থ সমালোচনামূলক এবং কৌশলগত প্রতিরক্ষা প্রযুক্তিতে উদ্ভাবনী শক্তিকে উৎসাহিত করা । প্রকল্পের অধীনে স্টার্ট-আপগুলি 25 কোটি টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে ।

Defense Minister Rajnath Singh
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং

By ETV Bharat Bangla Team

Published : Mar 4, 2024, 9:34 PM IST

নয়াদিল্লি, 4 মার্চ: প্রতিরক্ষা প্রযুক্তিতে উদ্ভাবনী প্রচারের জন্য এডিআইটিআই প্রকল্পের চালু করল কেন্দ্র ৷ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রবিবার নয়াদিল্লিতে ডিফকানেক্ট-2024 অনুষ্ঠানে আইডেক্সের সঙ্গে উদ্ভাবনী প্রযুক্তির উন্নয়ন (এডিআইটিআই) প্রকল্পটি চালু করেন ৷ এই প্রকল্পের অধীনে স্টার্ট-আপগুলি প্রতিরক্ষা প্রযুক্তিতে তাদের গবেষণা, উন্নয়ন এবং উদ্ভাবনের প্রচেষ্টার জন্য 25 কোটি টাকা পর্যন্ত অনুদান করা হবে । শিল্পপতি, উদ্যোক্তা, উদ্ভাবক এবং নীতিনির্ধারকদের সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় রাজনাথ সিং বলেছেন, প্রকল্পটি তরুণদের উদ্ভাবন বা নতুন ভাবনাকে উৎসাহিত করবে এবং দেশকে প্রযুক্তির ক্ষেত্রে এগিয়ে যেতে সাহায্য করবে ৷"

2023-24 থেকে 2025-26 সময়ের মধ্যে 750 কোটি টাকার এডিআইটিআই প্রকল্পটি প্রতিরক্ষা উৎপাদন বিভাগের (ডিডিপি) আইডেক্স(ইনোভেশন ফর ডিফেন্স এক্সিলেন্স) কাঠামোর অধীনে পড়ে ৷ এমনটাই প্রতিরক্ষা মন্ত্রকের তরফে রবিবার বিবৃতিতে জানানো হয়েছে । প্রস্তাবিত সময়সীমার মধ্যে প্রায় 30টি কঠিন-কৌশলগত প্রযুক্তি বিকাশের লক্ষ্য প্রকল্পটির ।

এটি আধুনিক সশস্ত্র বাহিনীর প্রত্যাশা এবং প্রয়োজনীয়তা অনুযায়ী প্রতিরক্ষা ক্ষেত্রে উদ্ভাবন বাস্তুতন্ত্রের সক্ষমতার মধ্যে ব্যবধান পূরণ করতে একটি 'টেকনোলজি ওয়াচ টুল' তৈরি করার পরিকল্পনা রয়েছে প্রকল্পে । মন্ত্রালয় জানিয়েছে, এডিআইটিআই-এর প্রথম সংস্করণে 17টি চ্যালেঞ্জ চালু করা হয়েছে ৷ সেগুলি হল ভারতীয় সেনাবাহিনী (3), ভারতীয় নৌবাহিনী (5), ভারতীয় বিমান বাহিনী (5) এবং প্রতিরক্ষা স্পেস এজেন্সি (4) ।

তরুণদের নতুন নতুন ভাবনাকে উৎসাহিত করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের অটল প্রতিশ্রুতির কথা তুলে ধরেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ তিনি জানান, তরুণ উদ্ভাবকদের অনুপ্রাণিত করার জন্য আইডেক্সকে আইডেক্স প্রিমিয়ামে প্রসারিত করা হয়েছে ৷ যার ফলে আর্থিক সাহায্য 1.5 কোটি টাকা থেকে বাড়িয়ে 10 কোটি টাকা করা হয়েছে ৷ পরিষেবা এবং ডিপিএসইউএসের দ্বারা প্রদত্ত চ্যালেঞ্জগুলির সমাধান প্রদানে উৎসাহজনক অংশগ্রহণের পরে এডিআইটিআই প্রকল্পটি চালু করা হল ।

আরও পড়ুন:

  1. ভারত মহাসাগর ও আরব সাগরে জলদস্যু-চোরাচালানকারীদের বরাদস্ত করা হবে না, হুঁশিয়ারি রাজনাথের
  2. আধুনিকীকরণ ও স্বনির্ভরতার দিশারী প্রতিরক্ষা বাজেট
  3. 'দেশ রক্ষা-জঙ্গি দমনের সঙ্গে দেশবাসীর মন জয় করতে হবে', পুঞ্চে সেনাদের পরামর্শ রাজনাথের

ABOUT THE AUTHOR

...view details