নয়াদিল্লি, 16 মার্চ: সারমেয়প্রেমী নন, এমন মানুষ খুব বেশি খুঁজে পাওয়া যায় না ৷ তবে যদি আপনার বাড়িতে পিটবুল, শেফার্ড, রটউইলার বা ওই জাতীয় ব্রিডের কুকুর থাকে, তাহলে চিন্তার বিষয় ৷ কারণ একাধিক হিংস্র প্রজাতির কুকুর আমদানি করা, বাচ্চা জন্ম দেওয়া, বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার। বিগত সময়ে এই ধরনের হিংস্র বিদেশি কুকুরের আক্রমণে বেড়ে চলা মৃত্যুর ঘটনা দেখেই, এমন সিদ্ধান্ত নিয়েছে পশুপালন মন্ত্রক ৷
ভারতে বেড়ে চলা ক্রমাগত পোষা কুকুরের আক্রমণে মৃত্যুর ঘটনা চিন্তায় ফেলে পশুপালন মন্ত্রককে ৷ এরপরেই , জার্মান শেফার্ড, রটওয়েলার-সহ 23টি বিভিন্ন জাতের কুকুরের বিক্রি, ক্রস ব্রিডস বা মিক্স ব্রিডের উপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার ৷ কেন্দ্রীয় পশুপালন মন্ত্রক সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে এই নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছে বলে জানা গিয়েছে ৷ দীর্ঘ বৈঠকের পর অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান ডক্টর ও.পি চৌধুরী রাজ্যগুলিকে এই নির্দেশিকা জানিয়ে চিঠি পাঠিয়েছেন বলে জানা গিয়েছে ৷
ভারতে ব্যান করা কুকুরের তালিকায় রয়েছে পিটবুল টেরিয়ার, টোসা ইনু, আমেরিকান স্টাফোর্ডশায়ার টেরিয়ার, ফিলা ব্রাসিলিরো, ডোগো আর্জেন্টিনো, আমেরিকান বুলডগ, বোয়েরবোয়েল কাঙ্গাল, সেন্ট্রাল এশিয়ান শেফার্ড ডগ এবং ককেশীয় শেফার্ড ৷ এছাড়াও অনান্য ব্রিডের কুকুরদের মধ্যে রয়েছে দক্ষিণ রাশিয়ান শেফার্ড ডগ, টর্নজাক, সার্প্লানিনাক, জাপানিজ তোসা এবং আকিতা, মাস্টিফস, টেরিয়ারস, রোডেসিয়ান রিজব্যাক, উলফ ডগস, ক্যানারিও, আকবাশ ডগ, মস্কো গার্ড ডগ, ক্যান কর্সো এবং ব্যান্ডগ প্রজাতের কুকুর ৷
কেন্দ্রের পশুপালন ও দুগ্ধজাত বিভাগ স্থানীয় এবং রাজ্য-স্তরের পশুপালন বিভাগকে নিষিদ্ধ কুকুরের জাত বিক্রি ও প্রজননের জন্য লাইসেন্স বা পারমিট ইস্যু করতে নিষেধ করেছে ৷ চিঠি অনুসারে, কেন্দ্রীয় সরকার পশু নিষ্ঠুরতা রোধ করতে কুকুরের প্রজনন ও বিপণন বিধিমালা 2017 এবং পেট শপ বিধিমালা 2018 কার্যকর করতে বলেছে। কারণ এই ধরনের হিংস্র কুকুর বাড়িতে পোষার ক্ষেত্রে অনেক সময় নানা সমস্যা উঠে এসেছে খবরের শিরোনামে ৷