হাজারিবাগ, 26 জুন: নিটের প্রশ্নফাঁস মামলার তদন্ত করতে হাজারিবাগের ওয়েসিস স্কুলে সিবিআই । বুধবার সিবিআইয়ের তদন্তকারীরা ওই স্কুলে যান ৷ স্কুলের অধ্যক্ষ এহসান উল হককে জিজ্ঞাসাবাদ করা হয় সিবিআইয়ের তরফে ৷ এর আগে গত 22 জুন সিবিআইয়ের পাঁচ সদস্যের একটি দল এই স্কুলে গিয়েছিল ৷ তার পর আবার বুধবার তদন্তকারীরা সেখানে গেলেন ৷
হাজারিবাগে গত দু’দিন ধরে সিবিআইয়ের আট সদস্যের একটি দল হাজারিবাগে রয়েছে ৷ সেই দলের ছ’জন সদস্য এ দিন ওয়েসিস স্কুলে যায় ৷ গত 22 জুন সিবিআইয়ের যে দলটি ওই স্কুলে গিয়েছিল, তার সদস্যরা স্কুলে তল্লাশি চালিয়েছিল ৷ প্রয়োজনীয় নথিও সংগ্রহ, অনেকের বক্তব্য় রেকর্ড করে নিয়ে গিয়েছিলেন তদন্তকারীরা ৷
উল্লেখ্য, হাজারিবাগে নিট পরীক্ষার জন্য চারটি সেন্টার করা হয়েছে ৷ সেই চারটি সেন্টারে পরীক্ষা দেওয়া পড়ুয়াদের মধ্য়ে একটির পরীক্ষার্থী শীর্ষস্থানাধিকারীদের মধ্যে ছিলেন ৷ অন্যদিকে নিটের যে পোড়া প্রশ্নপত্র উদ্ধার হয়েছিল, সেগুলির ক্রমিক নম্বর ওয়েসিস স্কুলের বুকলেটের সঙ্গে মিলে গিয়েছে ৷ ফলে ওই স্কুল থেকে প্রশ্ন ফাঁস করা হয়েছিল বলে সন্দেহ তৈরি হয়েছে ৷ মনে করা হচ্ছে, সেই বিষয়টি খতিয়ে দেখতেই ওই স্কুলে বারবার যাচ্ছেন সিবিআইয়ের তদন্তকারীরা ৷