পশ্চিমবঙ্গ

west bengal

স্ত্রী সুনিতাকে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী করতে চান কেজরিওয়াল, দাবি বিজেপির - Arvind Kejriwal Resignation

By ETV Bharat Bangla Team

Published : Sep 15, 2024, 10:51 PM IST

Arvind Kejriwal: বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারি কেজরিওয়ালের পদত্যাগের ঘোষণাকে "পাবলিসিটি স্টান্ট" বলেছেন। একই সঙ্গে বিজেপির দাবি, আপ সুপ্রিমো আদতে তাঁর স্ত্রী সুনিতাকে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী করতে চাইছেন ৷

Arvind Kejriwal
অরবিন্দ কেজরিওয়াল (ফাইল ছবি)

নয়াদিল্লি, 15 সেপ্টেম্বর: অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করার পরই বিজেপি এটিকে 'পাবলিসিটি স্টান্ট' বলে কটাক্ষ করেছে ৷ একই সঙ্গে গেরুয়া শিবিরের দাবি, আপ সুপ্রিমো আদতে তাঁর স্ত্রী সুনিতাকে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী করতে প্রস্তুত ৷

বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেন, "তিনি (কেজরিওয়াল) পদত্যাগের নাটক করছেন ৷ কারণ আদালত তাঁকে (আবগারি দুর্নীতি কেলেঙ্কারি) মামলায় রেহাই দেয়নি এখনও ৷ তাঁকে শর্তসাপেক্ষ জামিন দিয়েছে ৷ তার জেরেই তিনি মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন ৷" কেজরিওয়ালের পদক্ষেপকে 'পাবলিসিটি নাটক' বলে কটাক্ষ করে পুনাওয়ালা অভিযোগ করে বলেন, "আপের জাতীয় আহ্বায়কের ঘোষণা আদতে তাঁর স্ত্রীকে মুখ্যমন্ত্রী করার পরিকল্পনার একটি অংশ।"

বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারিও কেজরিওয়ালের ঘোষণাকে "পাবলিসিটি স্টান্ট" হিসেবেই দেখছেন। তাঁর কথায়, "কেজরিওয়াল বুঝতে পেরেছেন যে দিল্লির জনগণের মধ্যে তাঁর ইমেজ একজন সৎ নেতার নয়, একজন দুর্নীতিগ্রস্ত নেতার ৷ আজ আম আদমি পার্টি সারা দেশে একটি দুর্নীতিগ্রস্ত দল হিসেবে পরিচিত। এইসব স্টান্ট করে তিনি তাঁর ভাবমূর্তি পুনরুদ্ধার করতে চাইছেন। এটা স্পষ্ট যে, তিনি সোনিয়া গান্ধি মডেল প্রয়োগ করতে চাইছেন ৷ সোনিয়া ঠিক এই কারণেই মনমোহন সিংকে ডামি প্রধানমন্ত্রী বানিয়েছিলেন ৷ পর্দার আড়ালে থেকে সরকার পরিচালনা করেছিলেন ৷ আম আদমি পার্টি দিল্লিতে লোকসভা নির্বাচনে হেরেছে ৷ দিল্লির লোকেরা আগামিদিনে তাঁর নামে ভোট নাও দিতে পারেন। তাই অন্য কাউকে বলির পাঁঠা বানাতে চাইছেন ৷”

বিজেপি নেতা মঞ্জুন্দর সিং জানান, কেজরিওয়াল কিছু ত্যাগ করছেন না ৷ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে, তাঁকে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। সিরসার আরও অভিযোগ, কেজরিওয়াল তাঁর স্ত্রী সুনিতাকে দিল্লির মুখ্যমন্ত্রী করার জন্য সমস্ত বিধায়ককে বোঝাতে দু'দিন সময় চেয়েছিলেন।

ABOUT THE AUTHOR

...view details