পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিহারকে বিরাট বরাদ্দ, কেন্দ্রের প্রশংসায় নীতীশ - Union Budget 2024 - UNION BUDGET 2024

Nitish Kumar on Budget: 2024 সালের লোকসভা নির্বাচনের পর সরকার গঠনে কার্যত কিংমেকারের ভূমিকা নিয়েছিলেন নীতীশ কুমার। আর তখন থেকেই অনুমান করা হচ্ছিল বিহারকে অবশ্যই কেন্দ্র থেকে বিশেষ সহায়তা দেওয়া হবে। বিশেষ মর্যাদা না দিলেও সাধারণ বাজেটের ঘোষণা নিয়ে খুশি নীতীশ শিবির ৷

Nitish Kumar on Budget
বাজেটের বরাদ্দে অবশ্য খুশি নীতীশ (সৌ: এক্স হ্যান্ডেল)

By ETV Bharat Bangla Team

Published : Jul 23, 2024, 5:40 PM IST

পটনা, 23 জুলাই: একদিন আগেই বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার প্রস্তাব থেকে সরে এসেছে কেন্দ্র ৷ আর মঙ্গলবার কেন্দ্রীয় বাজেটে বিহারের জন্য 58 হাজার 900 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই সিদ্ধান্তে খুশি মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ খুশি বিহারের এনডিএ শিবিরও। তবে এরই মধ্যে বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার কথা আরও একবার মনে করিয়ে দিয়েছেন জেডিইউ সুপ্রিমো ৷

মঙ্গলবার সাধারণ বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বাজেট পেশ হতেই কেন্দ্রীয় সরকারের প্রশংসা করেছে জেডিইউ ৷ বিহারের মুখ্যমন্ত্রী বলেছেন, "আমরা বলেছি, হয় আমাদের বিশেষ মর্যাদা দিন নয়তো আমাদের বিশেষ অধিকার দিন ৷ বিহারের প্রয়োজনে সাহায্য করতে বলেছি ৷ কেন্দ্রীয় বরাদ্দে রাস্তা থেকে শুরু করে স্কুল তৈরি হবে। আরও নানা উন্নয়ন প্রকল্পে কাজ হয়েছে। কেন্দ্রীয় সরকার এখন বিহারের বেশ কিছু এলাকায় সাহায্যের ঘোষণা করেছে। কেন্দ্রীয় সরকার রাজ্যকে সমর্থন করলে সকলেই উপকৃত হবেন ৷" তবে এরইমধ্যে নীতীশদের আরও একবার প্রশ্নের মুখে ফেলেন পাপ্পু যাদব । তাঁর দাবি, বিহারকে সাহায্য পাইয়ের দেওয়ার কথা বলে নীতীশ মোদি সরকারকে সমর্থন করেছিলেন। কিন্তু তা হয়নি বলে জেডিইউ-র উচিত কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বেরিয়ে আসা।

'কুর্সি বাঁচানোর বাজেট', বিজেপি সরকারকে কটাক্ষ রাহুলের

সাধারণ বাজেট প্রসঙ্গে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আরও বলেন, "আমরা একটি বিশেষ রাজ্য বা বিশেষ অধিকারের জন্য সাহায্য চেয়েছিলাম। কেন্দ্র সাহায্য করছে। এই বাজেটে আমরা সন্তুষ্ট। আমরা 2005 সাল থেকে সরকারে আছি। তখন বিহারের অবস্থা খুবই খারাপ ছিল।" এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, "আমরা আগেই বলেছিলাম কেন্দ্রকে সাহায্য করতে। অনেক কাজে সাহায্য করেছেনও। বিহার যদি বাড়তি সাহায্য পায়, তাতে অবশ্যই উপকৃত হবে। আমরা বিশেষ রাজ্যের মর্যাদা দাবি করছিলাম কিন্তু যখন বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া যায় না, তখন বিহারকে সাহায্য করার জন্য বিশেষ সাহায্য দেওয়া উচিত ৷ সেই সাহায্য পাওয়া যাচ্ছে।"

ABOUT THE AUTHOR

...view details