পটনা, 23 জুলাই: একদিন আগেই বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার প্রস্তাব থেকে সরে এসেছে কেন্দ্র ৷ আর মঙ্গলবার কেন্দ্রীয় বাজেটে বিহারের জন্য 58 হাজার 900 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই সিদ্ধান্তে খুশি মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ খুশি বিহারের এনডিএ শিবিরও। তবে এরই মধ্যে বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার কথা আরও একবার মনে করিয়ে দিয়েছেন জেডিইউ সুপ্রিমো ৷
মঙ্গলবার সাধারণ বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বাজেট পেশ হতেই কেন্দ্রীয় সরকারের প্রশংসা করেছে জেডিইউ ৷ বিহারের মুখ্যমন্ত্রী বলেছেন, "আমরা বলেছি, হয় আমাদের বিশেষ মর্যাদা দিন নয়তো আমাদের বিশেষ অধিকার দিন ৷ বিহারের প্রয়োজনে সাহায্য করতে বলেছি ৷ কেন্দ্রীয় বরাদ্দে রাস্তা থেকে শুরু করে স্কুল তৈরি হবে। আরও নানা উন্নয়ন প্রকল্পে কাজ হয়েছে। কেন্দ্রীয় সরকার এখন বিহারের বেশ কিছু এলাকায় সাহায্যের ঘোষণা করেছে। কেন্দ্রীয় সরকার রাজ্যকে সমর্থন করলে সকলেই উপকৃত হবেন ৷" তবে এরইমধ্যে নীতীশদের আরও একবার প্রশ্নের মুখে ফেলেন পাপ্পু যাদব । তাঁর দাবি, বিহারকে সাহায্য পাইয়ের দেওয়ার কথা বলে নীতীশ মোদি সরকারকে সমর্থন করেছিলেন। কিন্তু তা হয়নি বলে জেডিইউ-র উচিত কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বেরিয়ে আসা।