নয়াদিল্লি, 29 জুলাই:ভোর রাতে রেস্তোরাঁতে আগুন ৷ অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন 6 ব্যক্তি ৷ সোমবার ভোরে দক্ষিণ দিল্লির আইএনএ মার্কেট এলাকার একটি রেস্তোরাঁতে আগুন লাগে ৷ আহতদের মধ্যে রেস্তোরাঁর মালিক সুনীল আছেন ৷ যিনি 70 শতাংশ দগ্ধ হয়েছেন। এছাড়াও এই দোকান থেকেই আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি চাইনিজ রেস্তোরাঁয় ৷
অগ্নিকাণ্ডে আহত 26 বছরের আশিকি 10 শতাংশ, 18 বছরের এক তরুণ 35 শতাংশ, 26 বছরের শিবা নামে এক ব্যক্তি 40 শতাংশ, 25 বছর বয়সি শিব কুমার 25 শতাংশ, 42 বছরের গিরিশ কুমারের শরীরের 40 ভাগ পুড়ে গিয়েছে ৷ আহতদের মধ্যে দু’জনকে এইমস হাসপাতাল ও চারজনকে সফরদরজং হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷
অগ্নিকাণ্ডের ঘটনা প্রসঙ্গেই দমকলের ডিরেক্টর অতুল গর্গ জানান, আইএনএ মার্কেট এলাকার 2 নম্বর স্ট্রিটে একটি কেরালিয়ান খাবার তৈরির রেস্তোরাঁ আছে ৷ সেখানেই প্রথম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ৷ জনৈক ব্যক্তি ফোন করে দমকলে আগুন লাগার খবর দেন ৷ আগুন লাগার খবর পেয়েই দমকলের 7টি ইঞ্জিন ঘটনাস্থলে যায় ৷ যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয় ৷
প্রসঙ্গত, এলাকাটিতে অধিকাংশ খাবারের দোকান থাকায় সেখানে এলপিজি গ্যাস সিলিন্ডার ছিল ৷ ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে ৷ চাইনিজ ফাস্টফুডের দোকানেও আগুন ছড়িয়ে পড়ে ৷ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে ও অন্যান্য ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ আগুনের উৎস জানতে তদন্ত শুরু হয়েছে ৷