গুয়াহাটি, 14 ফেব্রুয়ারি: অসমের বিধানসভা নির্বাচন যত কাছে আসছে, তত পরিস্থিতি অনুকূল হচ্ছে কংগ্রেসের জন্য ৷ বুধবার কংগ্রেসের দুই বিধায়ক ঘোষণা করেছেন, তাঁরা সরাসরি বিজেপি সরকারকে সমর্থন করবেন ৷ এই পরিস্থিতিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে কটাক্ষ করার সুযোগ হাতছাড়া করলেন না অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ৷ তাঁর কটাক্ষ, 'ভারত জোড়ো যাত্রা' এই মুহূর্তে 'কংগ্রেস তোড়ো যাত্রা'য় পরিণত হয়েছে ৷
অসম বিধানসভার চলতি বাজেট অধিবেশন শুরুর আগে কংগ্রেসের দুই বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ এবং বসন্ত দাস মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে দেখা করেছিলেন ৷ সেখানে বিরোধী শিবিরে থাকা সত্ত্বেও সরকারকে তাঁদের সমর্থনের প্রস্তাব দিয়েছেন এই দুই বিধায়ক ৷ হিমন্ত দুই কংগ্রেস বিধায়কের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ৷ একটি সাংবাদিক বৈঠকও করেন তিনি ৷ সেখানে কমলাক্ষ দে পুরকায়স্থ এবং বসন্ত দাস উপস্থিত ছিলেন ৷ সঙ্গে ছিলেন কংগ্রেসের আরও বিধায়ক শশীকান্ত দাস এবং সিদ্দিকী আহমেদ ৷
উল্লেখ্য, শশীকান্ত দাস এবং সিদ্দিকী আহমেদ আগেই বিজেপি সরকারকে সমর্থনের কথা জানিয়েছিলেন ৷ আর তার পরেই কংগ্রেস ওই দুই বিধায়ককে সাসপেন্ড করার কথা ঘোষণা করে ৷ এ দিন হিমন্ত বিশ্বশর্মা বলেন, "কেন্দ্র ও রাজ্য সরকারের মিলিত উন্নয়নে প্রভাবিত হয়ে কমলাক্ষ দে পুরকায়স্থ এবং বসন্ত দাস তাঁদের নিঃশর্ত সমর্থন নিয়ে বিজেপির পাশে দাঁড়িয়েছেন ৷ তাঁরা যে দু’টি বিধানসভা কেন্দ্রের প্রতিনিধি, সেখানে সরকার তাঁদের সঙ্গে মিলে উন্নয়নের কাজ করবে ৷"
তিনি এও জানান, বর্তমানে কংগ্রেস দলের যা পরিস্থিতি, তাতে বহু বিরোধী বিধায়ক অস্বস্তিতে রয়েছেন ৷ এমনকি একাধিক কংগ্রেস বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন বর্তমানে ৷ তিনি কটাক্ষের সুরে বলেন, "কংগ্রেস নেতা রাহুল গান্ধি এই মুহূর্তে 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' করছেন না ৷ তিনি 'ভারত তোড়ো ন্যায় যাত্রা' করছেন ৷ যা আসলে 'কংগ্রেস তোড়ো যাত্রা'য় পরিণত হয়েছে ৷" তিনি কটাক্ষের সুরে জানান, রাহুলের এই 'ন্যায় যাত্রা'র পুরস্কার বিজেপি পাচ্ছে ৷ রাহুল গান্ধির তরফে তাঁকে দু’জন বিধায়ক উপহার হিসেবে পাঠানো হয়েছে ৷
আরও পড়ুন:
- গীতার শ্লোকের ভুল ব্যাখ্যা করায় ক্ষমা চাইলেন হিমন্ত বিশ্ব শর্মা
- 'পাকিস্তানের হারে মুষড়ে পড়েছেন', রাহুলকে তীব্র কটাক্ষ হিমন্তর
- 'সেবা করা শূদ্রের স্বাভাবিক কাজ', অসমের মুখ্যমন্ত্রীর ফেসবুক পোস্ট ঘিরে তুঙ্গে বিতর্ক; নিন্দায় সিপিএম