পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

হস্টেলের ভিতরে নমাজ পড়া অপরাধ ! মোদির রাজ্যে গণপ্রহার 4 বিদেশি ছাত্রকে; গ্রেফতার 2

Namaz in Hostel: হস্টেলের ভিতরে নমাজ পড়ার অনুমতি কে দিয়েছে ? 'জয় শ্রী রাম' স্লোগান দিতে দিতে 4 বিদেশি ছাত্রকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল গুজরাতের বিশ্ববিদ্যালয়ে ৷ ঘটনার তীব্র নিন্দা করেছেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি ৷

Namaz in Hostel
Namaz in Hostel

By ETV Bharat Bangla Team

Published : Mar 17, 2024, 1:36 PM IST

Updated : Mar 17, 2024, 8:17 PM IST

আহমেদাবাদ, 17 মার্চ: বিনা অনুমতিতে হোস্টেলের ভিতরে নমাজ পড়ার অপরাধ ! চার বিদেশি ছাত্রকে 'জয় শ্রী রাম' স্লোগান দিতে দিতে মারধরের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে অমিত শাহ ও নরেন্দ্র মোদির রাজ্য গুজরাতের বিশ্ববিদ্যালয়ে ৷ চারজন ছাত্রই ঘটনায় আহত হয়েছেন এবং তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভরতি করা হয়েছে । তাঁরা উজবেকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বাসিন্দা বলে জানা গিয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ ।

পড়ুয়াদের সূত্রে খবর, গুজরাত বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে কোনো মসজিদ নেই ৷ এখন রমজান মাস চলছে ৷ তাই হোস্টেলের ভিতরে রমজান মাসে রাতে তারাবিহ নমাজ পড়ছিলেন পড়ুয়ারা । অভিযোগ, হঠাৎ একদল দুষ্কৃতী লাঠিসোঁটা নিয়ে ছাত্রাবাসে ঢুকে তাঁদের কক্ষে হামলা চালায় । ল্যাপটপ, মোবাইল, ফোন ও বাইক ভাঙচুর করা হয় বলেও অভিযোগ ।

পড়ুয়াদের দাবি, দুষ্কৃতীদের দলটি হোস্টেলের ব্লকে ঢিল ছোড়ে এবং 'জয় শ্রী রাম' স্লোগান দেয় । তারা ছাত্রাবাসে ঢুকে জিজ্ঞেস করে নমাজ পড়ার অনুমতি কে দিয়েছে । এরপরেই শিক্ষার্থী ও দুষ্কৃতীদের মধ্যে সামান্য হাতাহাতির ঘটনা ঘটে । কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । ঘটনার খবর পেয়ে জামালপুরের বিধায়ক ইমরান খেদাওয়ালা ও প্রাক্তন বিধায়ক গিয়াসউদ্দিন শেখ ঘটনাস্থলে পৌঁছে পুলিশ কমিশনারের কাছে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান ।

হায়দরাবাদের সাংসদ এবং অল ইন্ডিয়া মজিলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি এই ঘটনার নিন্দা করে সোশাল মিডিয়ায় লিখেছেন," লজ্জা ! যখন মুসলিমরা শান্তিপূর্ণভাবে তাদের ধর্ম পালন করে তখনই আপনার ভক্তি ও ধর্মীয় ভাবাবেগ জেগে ওঠে । আপনি কেবলমাত্র মুসলিমদের দেখেই কোনও কারণ ছাড়াই রেগে যান । গণ-উগ্রতা না হলে এটা কী? এটি অমিত শাহ ও নরেন্দ্র মোদির রাজ্য । তাঁরা এই ঘটনার বিষয়ে কঠোর পদক্ষেপ নেবেন না ? এস জয়শংকর অভ্যন্তরীণ মুসলিম বিদ্বেষ ভারতের সুনাম নষ্ট করছে ৷"

আরও পড়ুন:

  1. নমাজ পড়াকালীন মারধরের অভিযোগে বরখাস্ত পুলিশ অফিসার
  2. উত্তরপ্রদেশ বিধানসভা চত্বরে নমাজ পড়ায় এআইএমআইএম নেত্রীর বিরুদ্ধে মামলা রুজু
  3. ভোরের আজানের পর কলেজ চত্বরে নমাজেও আপত্তি প্রজ্ঞার
Last Updated : Mar 17, 2024, 8:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details