গুয়াহাটি, 17 অক্টোবর: বাংলাদেশের শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া প্রসঙ্গে ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট । আদালত জানিয়েছে, নাগরিকত্ব আইনের 6 এ ধারার সাংবিধানিক বৈধতা আছে । এই রায়কে স্বাগত জানিয়েছেন অসমের বাসিন্দারা। সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে দীর্ঘদিন ধরে চলতে থাকা বিতর্কের অবসান হল ।
অসম অ্যাকর্ড অনুযায়ী 1966 সালের প্রথম দিন থেকে 1971 সালের মার্চ মাসের মধ্যে বাংলাদেশ থেকে যাঁরা এ দেশে এসেছেন তাঁদের ভারতীয় নাগরিক হিসেবে চিহ্নিত করা হয় । এই ব্যবস্থাকে অন্তর্ভুক্ত করতেই 1955 সালের নাগরিকত্ব আইনের ৬ এ ধারা যুক্ত করে ইন্দিরা গান্ধির সরকার । 1985 সালে কেন্দ্রীয় সরকার এবং অল অসম স্টুডেন্টস ইউনিয়ন (আসু)-এর মধ্যে স্বাক্ষরিত হয় অসম অ্যাকর্ড ।
কয়েকটি সংগঠন এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিল । তাদের দাবি ছিল 1966 সালের বদলে 1951 সাল থেকে যাঁরা বাংলাদেশ থেকে অসমে এসেছেন তাঁদের ভারতীয় নাগরিক হিসেবে চিহ্নিত করা হোক । সেই কারণে 955 সালের নাগরিকত্ব আইনের ৬ এ ধারা খারিজের দাবি উঠতে থাকে । সুপ্রিম কোর্ট অবশ্য ৬ এ ধারা খারিজ করার পথে হাঁটেনি ।