গুয়াহাটি, 12 ডিসেম্বর: সংখ্যালঘুদের উপর আক্রমণে উত্তাল বাংলাদেশ ৷ এর ফলে কাঁটাতার পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা বাড়ছে বলে অভিযোগ ৷ বাংলাদেশের এই পরিস্থিতিতে আধার কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত নিল অসমে হিমন্ত বিশ্বশর্মার সরকার ৷ এবার এনআরসি'র জন্য আবেদন করলে তবেই মিলবে আধার কার্ড-সহ অন্যান্য বাকি সমস্ত পরিচয়পত্র ৷
অসম সরকার বুধবার সিদ্ধান্ত নিয়েছে, ইউনিক আইডেন্টি কার্ড বা অনন্য পরিচয়পত্র পাওয়ার জন্য আবেদনকারী সমস্ত ব্যক্তিকে এনআরসি নিতে হবে ৷ নইলে আবেদনকারী বা তার পরিবারের সবার সমস্ত অনন্য পরিচয়পত্র চেয়ে অনুরোধও প্রত্যাখ্যান করা হবে । ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন (এনআরসি) এর সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার প্রয়াসে তাদের এই পদক্ষেপ বলে জানিয়েছে অসম সরকার ৷
বাংলাদেশের নাগরিকদের ভারতে অনুপ্রবেশের প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন । তিনি বলেন, "গত দুই মাসে অসম পুলিশ, ত্রিপুরা পুলিশ এবং বিএসএফ অনেক অনুপ্রবেশকারীকে আটক করেছে । এ কারণেই বাংলাদেশ থেকে অনুপ্রবেশ আমাদের জন্য উদ্বেগের বিষয় । আমাদের ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে এবং সেই কারণেই আমরা আধার কার্ড পাওয়ার প্রক্রিয়াকে কঠোর করার সিদ্ধান্ত নিয়েছি ।"
অসমের মুখ্যমন্ত্রী আরও জানান, এখন থেকে রাজ্য সরকারের সাধারণ প্রশাসন বিভাগ আধার আবেদনকারীদের যাচাই করার জন্য মুখ্য দফতর হবে এবং প্রতিটি জেলায় একজন অতিরিক্ত জেলা কমিশনার সংশ্লিষ্ট ব্যক্তি হবেন ৷ তিনি বলেন, "প্রাথমিক আবেদনের পরে, ভারতের স্বতন্ত্র সনাক্তকরণ কর্তৃপক্ষ (ইউআইডিএআই) এটি যাচাইয়ের জন্য রাজ্য সরকারের কাছে পাঠাবে । স্থানীয় সার্কেল অফিসার (সিও) প্রথমে পরীক্ষা করবেন যে আবেদনকারী বা তার বাবা-মা বা পরিবার এনআরসি-তে অন্তর্ভুক্তির জন্য আবেদন করেছিলেন কিনা ।"