জয়সলমীর, 12 মার্চ: দুর্ঘটনার কবলে ভারতীয় যুদ্ধবিমান তেজস ৷ মঙ্গলবার ট্রেনিং চলাকালীন বিমানটি ভেঙে পড়ে রাজস্থানের জয়সলমীরের কাছে একটি প্রত্যন্ত এলাকায় ৷ তবে পাইলট আহত হলেও নিরাপদে তাঁকে উদ্ধার করা গিয়েছে ৷ দুর্ঘটনার কারণ জানতে কোর্ট অব ইনকোয়ারির নির্দেশ দেওয়া হয়েছে ।
সংবাদ সংস্থা থেকে পাওয়া তথ্য অনুসারে, এদিন জয়সলমেলের জওহর কলোনীর কাছে ভেঙে পড়েছে তেজস বিমানটি ৷ স্থানীয় মেঘওয়াল হোস্টেল ভবনের কাছে মিলেছে যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর নেই । দুর্ঘটনার পর পুলিশ প্রশাসনের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। বিমান দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের গাড়ি ৷ যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা । এদিন বায়ুসেনার লাইট কমব্যাট এয়ার ক্র্যাফট তেজসের মহড়া চলছিল ৷ সেই সময়ে বিমানের মধ্যে পাইলট এবং সহ-পাইলট উপস্থিত ছিলেন ৷ তাঁদের নিরাপদে উদ্ধার করা গিয়েছে ৷
সেনাবাহিনীর তিনটি বিমান পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জে যুদ্ধ মহড়ায় অংশ নিয়েছে । এই যুদ্ধ মহড়া দেখতে পোখরানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও । আজ প্রশিক্ষণ চলাকালীন কীভাবে দুর্ঘটনা ঘটল তা জানা যায়নি। দুর্ঘটনার কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে ৷
উন্নত ও অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান তেজস ৷ এই যুদ্ধবিমান বিভিন্নধরনের ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম ৷2023 -এর শেষ দিকে নয়া প্রযুক্তির দুই আসনের তেজস মার্ক-1এ সওয়ার হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে । এই বিশেষ প্রজাতির বিমান নিয়ে প্রতিরক্ষা মন্ত্রকের ভরসা উচ্চপর্যায়ে পৌঁছেছে ৷
আরও পড়ুন:
- প্রশিক্ষণের মাঝে খড়গপুরে ভেঙে পড়ল যুদ্ধবিমান! কোনওক্রমে প্রাণে বাঁচলেন পাইলট
- প্রশিক্ষণ দেওয়ার সময় ফ্যানে যান্ত্রিক ত্রুটি, মাঠে এসে পড়ল সেনাবাহিনীর হেলিকপ্টার ; আহত 2 পাইলট
- তেজসের তেজ ! আরও 97 যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত প্রতিরক্ষা মন্ত্রকের, সংস্কারে সুখোই