পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পুজো দিয়ে ফেরার পথে দুর্ঘটনা, নবদম্পতি-সহ মৃত একই পরিবারের 5 - 5 Dead in Nandyal Accident

Nandyal Road Accident: নতুন জীবন শুরুর সপ্তাহখানেকের মধ্যেই থেমে গেল পথ চলা ৷ পথ দুর্ঘটনা প্রাণ কাড়ল সদ্যবিবাহিত দম্পতির ৷ তাঁদের গাড়ি একটি লরিকে ধাক্কা মারলে নবদম্পতি-সহ একই পরিবারের 5 জনের মৃত্যু হয় ৷

Etv Bharat
পথ দুর্ঘটনায় মৃত নবদম্পতি

By ETV Bharat Bangla Team

Published : Mar 6, 2024, 1:55 PM IST

Updated : Mar 6, 2024, 4:54 PM IST

নান্দিয়াল (অন্ধ্রপ্রদেশ), 6 মার্চ: মাত্র সপ্তাহখানেক আগে বিয়ে হয়েছিল ৷ পরিবারের সঙ্গে পুজো দিতে নবদম্পতি গিয়েছিলেন তিরুমালা ৷ বুধবার সকালে প্রাইভেট গাড়িতে করে সেখান থেকেই বাড়ি ফিরছিলেন ৷ নিয়তির টানে নতুন জীবন শুরুর কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে গেল ৷ পথ দুর্ঘটনায় মৃত্যু হল 5 জনের ৷ তাঁদের মধ্যে ওই নবদম্পতিও রয়েছেন ৷

রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির সঙ্গে ধাক্কা লাগার ফলেই এই দুর্ঘটনা ঘটে ৷ বুধবার সকালে ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের নান্দিয়াল জেলার আল্লাগড্ডা মণ্ডলের নাল্লাগাতলাতে । নিহতরা সকলেই সেকেন্দ্রাবাদের পশ্চিম ভেঙ্কটাপুরমের একই পরিবারের বাসিন্দা বলে জানা গিয়েছে । তিরুমালা মন্দির থেকে ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় ৷

বুধবার সকালে মন্দির থেকে ফেরার পথে পার্ক করা একটি লরিকে ধাক্কা দেয় তাঁদের গাড়িটি ৷ সংঘর্ষ এতটাই প্রবল ছিল যে ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয় । নিহতদের মধ্যে দুই মহিলা রয়েছেন। এই দুর্ঘটনায় নবদম্পতি বলাকিরণ ও কাব্যের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে । গত 29 ফেব্রুয়ারি তেনালিতে তাঁদের বিয়ে হয় । 3 মার্চ শামিরপেটে একটি সংবর্ধনা অনুষ্ঠান ছিল । 6 মার্চ সকালে তিরুমালা মন্দির থেকে পুজো দিয়ে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে ৷ এরপর ঘটনাস্থলেই মারা যান বালাকিরণের মা-বাবা লক্ষ্মী ও রবিকুমার এবং তাঁদের অন্য এক ছেলেও। এই দুর্ঘটনার জেরে স্বাভাবিকভাবেই পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ৷

আরও পড়ুন :

  1. 10 নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, মৃত 1
  2. বাসের সঙ্গে মোটর বাইকের সংঘর্ষে 2 বন্ধুর মৃত্যু
  3. জাতীয় সড়কে পথ দুর্ঘটনা, 3 শিশু-সহ মৃত 5
Last Updated : Mar 6, 2024, 4:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details