পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

গুজরাতে চাঁদিপুরা ভাইরাসে আক্রান্ত 37 জন, 124 জনের সংক্রমণের আশঙ্কা - Chandipura Virus Updates

Chandipura Virus Updates: একদিকে গুজরাতে ভারী বর্ষণে বহু গ্রামের মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হচ্ছে ৷ অন্যদিকে ওই রাজ্যে চাঁদিপুরা নামক ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে । গুজরাতে এখনও পর্যন্ত 37 জনের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর মিলেছে ৷ ভাইরাল এনসেফালাইটিসে আক্রান্ত 124 জনেরও একই ভাইরাসের সংক্রমণ হয়েছে বলে মনে করা হচ্ছে ৷

Chandipura Virus Updates
প্রতীকী ছবি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 26, 2024, 5:43 PM IST

গান্ধীনগর, 26 জুলাই: চাঁদিপুরা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে গুজরাতে ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত গুজরাতের 37 জন বাসিন্দা এই ভাইরাসে আক্রান্ত ৷ এছাড়া ভাইরাল এনসেফালাইটিসের মোট 124 জন আক্রান্ত ৷ এই রোগীরাও চাঁদিপুরা ভাইরাসে আক্রান্ত বলেই সন্দেহ করা হচ্ছে ৷

যে 124টি ভাইরাল এনসেফালাইটিসে সংক্রমণের খবর নতুন করে সামনে এসেছে, সেগুলি গুজরাতের বিভিন্ন অংশে ছড়িয়ে রয়েছে ৷ পঞ্চমহল এলাকায় সর্বাধিক 15 জন আক্রান্ত ৷ এছাড়া সবরকাঁথা ও আমেদাবাদ পুরিনগম এলাকায় 12 জন করে আক্রান্ত হয়েছে ৷ এছাড়া কোথাও ন’জন, কোথায় ছ’জন, কোথাও পাঁচজন আক্রান্ত হয়েছেন ৷ এঁদের মধ্য়ে ক’জন চাঁদিপুরা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তা সংশ্লিষ্ট মেডিক্যাল টেস্টের রিপোর্ট এলেই জানা যাবে ৷

অন্যদিকে গুজরাতে ভাইরাল এনসেফালাইটিসের 54 জন রোগী ভর্তি হয়েছেন বিভিন্ন হাসপাতালে ৷ আগে ভর্তি হওয়া এই ভাইরাসে আক্রান্ত 26 জন রোগীকে ছেড়েও দেওয়া হয়েছে । এখনও পর্যন্ত 44 জন মারা গিয়েছেন বলে জানা গিয়েছে ৷

এছাড়া রাজস্থানে ছ‘জন চাঁদিপুরা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৷ এঁদের মধ্যে একজন মারা গিয়েছেন ৷ পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন ৷ মধ্য়প্রদেশে দু’জন ও মহারাষ্ট্রে একজন রোগীকে এই রোগে আক্রান্ত হওয়ার কারণে হাসপাতালে ভর্তি করতে হয়েছে ৷

স্বাস্থ্য দফতরের তরফে এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে একাধিক পদক্ষেপ করা হয়েছে ৷ স্বাস্থ্য দফতরের টিম পজিটিভ এবং সন্দেহভাজন রোগীদের বাড়ি এবং আশেপাশের এলাকা পর্যবেক্ষণ করছেন ৷ যে সব গ্রামে ভাইরাল এনসেফালাইটিসের পজিটিভ কেস পাওয়া গিয়েছে, সেখানে ম্যালাথিয়ন পাউডার দিয়ে স্প্রে করার কাজটি পুঙ্খানুপুঙ্খভাবে এবং দ্রুত করার কথা বলা হয়েছে ৷ এছাড়াও ভেক্টরবাহিত রোগ প্রতিরোধে ব্যবস্থা নিতেও বলা হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে ।

ABOUT THE AUTHOR

...view details