প্রণব মুখোপাধ্যায়ের থেকে রাষ্ট্রপতি পদক না পাওয়ার আক্ষেপ রয়ে গেল পাইলট কার চালকের - প্রণব মুখোপাধ্যায়
2004 সালে জঙ্গিপুর থেকে নির্বাচিত হন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ৷ তারপর থেকে দিল্লি তার কর্মক্ষেত্র হলেও প্রতি মাসে অন্ততপক্ষে দু'বার বিভিন্ন কাজে মুর্শিদাবাদে আসতেন । যখন জেলা সফরে আসতেন তখন সড়কপথে পাইলট কারের স্টিয়ারিং থাকত বহরমপুরের বাসিন্দা সুশান্ত রাহার হাতে । পরে পুলিশের গাড়ি চালক হিসেবে ভালো কাজের জন্য রাষ্ট্রপতি পদক তালিকায় নাম ওঠে সুশান্ত বাবুর । 2014 সালে রাষ্ট্রপতি পদক পান তিনি । সেদিন সুশান্তবাবুকে মেডেল তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ প্রাক্তন রাষ্ট্রপতির প্রয়াণে সুশান্তবাবুর আক্ষেপ, সেদিন যদি প্রণব মুখোপাধ্যায়ের হাত থেকে পদকটা পেতেন জীবনের সব আশা পূর্ণ হত । স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, "সবসময় আমাকে সাবধানি হতে পরামর্শ দিতেন । বলতেন, জীবন বাঁচিয়ে কাজ কর । সেই পরামর্শ আমি আজও মেনে চলি । অত বড় মাপের একজন মানুষকে যখন নদিয়া সীমান্তে ছেড়ে আসতাম গাড়ি দাঁড় করিয়ে আমাদের সবার খবর খোঁজ নিতেন । এমনকী, প্রতিবার ডিউটি অফিসারের হাতে 1000 টাকার নোট ধরিয়ে দিয়ে বলতেন তোমরা সবাই মিষ্টি খেও ।" স্মৃতিচারণ করতে গিয়ে বারবার চোখ ভিজে যাচ্ছিল সুশান্তবাবুর । বলেন, "উনি যেখানেই থাকুন ভালো থাকুন । ওনার আত্মার শান্তি কামনা করি ৷"