পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

ক্লাসরুমেই শিক্ষকের ঝুলন্ত দেহ - school teacher

By

Published : Dec 5, 2020, 10:29 PM IST

স্কুলের ক্লাসরুমের ভিতরেই উদ্ধার হল শিক্ষকের মৃতদেহ । সালানপুর চক্রের সবনপুর প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা । মৃত শিক্ষকের নাম কৃষ্ণেন্দু সিংহ (৩৬) । তাঁর বাড়ি ছিল বারাবনি ব্লকের পাঁচগাছিয়া । গতকাল স্কুলে গিয়েছিলেন কৃষ্ণেন্দু সিংহ । সেখানে ভোটার কার্ডে নাম তোলা ও সংশোধনের কাজ করতে গিয়েছিলেন । বেলা দুটোয় সেই কাজ শেষ হয়ে যাওয়ার কথা । কিন্তু রাত পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা বিভিন্ন দিকে খোঁজ নিতে শুরু করে। অন্য শিক্ষকদেরও জানানো হয়। অন্যদিকে কৃষ্ণেন্দুবাবুর মোবাইল ফোনটি বাজছিল। অন্য শিক্ষকরা এরপর স্থানীয় যুবকদের বিষয়টি জানান। তাঁরা স্কুলের কাছে মোবাইলে রিং করে দেখেন, স্কুলের ভিতরেই মোবাইল বাজছে। এরপরেই স্কুলে ঢুকে দেখা যায় ওই শিক্ষকের মোটর সাইকেল দাঁড়িয়ে আছে। স্কুলের ওপরতলায় একটি ক্লাসরুমে দেখা যায় শিক্ষকের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। খবর পাঠানো হয় কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়িতে। গভীর রাতে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। এই ঘটনায় কী কারণ তা জানা যায়নি। তবে পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যা করেছেন ওই শিক্ষক। পরিবারের লোকেদের দাবি কয়েকদিন ধরেই খুব মানসিক চাপ ছিল কৃষ্ণেন্দুবাবুর। কর্মক্ষেত্রেই কোনও চাপে ছিলেন তিনি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details