পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Suvendu Slams Mamata: মমতা দিল্লি গিয়েছেন ফুচকা খেতে আর ব্যাডমিন্টন খেলতে: শুভেন্দু - Suvendu Slams Mamata

By

Published : Aug 5, 2022, 8:29 PM IST

'আগলিবার পিসি-ভাইপো গঙ্গা পার ৷' বীরভূমের সাঁইথিয়ায় জনসভার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার বিকেলে সাঁইথিয়ার রেলমাঠে একটি বিক্ষোভ জন সমাবেশ করে বিজেপি। এই বিক্ষোভ সমাবেশের প্রধান বক্তা ছিলেন শুভেন্দু অধিকারী। সভা শেষে সাংবাদিকদের মুখমুখী হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরকে কটাক্ষ করে বলেন, "উনি দিল্লি ফুচকা খেতে আর ব্যাডমিন্টন খেলতে গিয়েছে (Suvendu on Mamata Banerjee Delhi Visits)।" তিনি আসন্ন পঞ্চায়েত ভোট নিয়ে বলেন, "অনুব্রতর লোকরা যদি মনোনয়ন জমা দিতে না-দেন তাহলে আমাকে ডাকবেন প্রতিটি ব্লকে গিয়ে আমি মনোনয়ন জমা দেব। দেখা যাবে কে বাঘ, কে সিংহ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details