Derby Match ডার্বির উত্তেজনা তুঙ্গে, বাইপাসে ফিরল বড় ম্যাচ উৎসবের চেনা ছবি - মোহনবাগান
আড়াই বছর পর সল্টলেক যুবভারতীতে ঐতিহ্যের বড় ম্যাচ ৷ সেই অর্থে কোনও বড় নাম নেই দুদলে, যাদের নায়কের আসনে বসিয়ে বাক্যবাণে প্রতিপক্ষকে ঘায়েল করা যায় ৷ তবুও এ ম্যাচের টান যে অমোঘ ৷ তাই প্রথা মেনেই উত্তেজিত দুদলের অনুরাগীরা ৷ গতকাল থেকেই উৎসবের প্রস্তুতি শুরু করে দিয়েছেন লাল হলুদ এবং সবুজ মেরুন সমর্থকেরা ৷ আর ম্যাচের দিন সকালে বাইপাস ধরে মোহনবাগান আর ইস্টবেঙ্গলের জার্সি পরে ঢাক ঢোল নিয়ে মাঠে নেমেছেন তাঁরা ৷ নাচে গানে ভরপুর মেজাজ ৷ বাগুইআটি অশনি নগরের ইস্ট মোহন সমর্থকরা হাতে পতাকা নিয়ে তৈরি ৷ মোহনবাগান ইস্টবেঙ্গলকে তিন গোল দেবেই, জানালেন সবুজ মেরুন সমর্থক ৷ এদিকে ইস্টবেঙ্গল সমর্থকের দাবি, জার্সি পরলেই মোহনবাগান হওয়া যায় না (Supporters celebrate for Mohun Bagan East Bengal Derby Match in Bidhannagar) ৷