Students Agitation at Bangaon: প্রধান শিক্ষকের বদলি আটকাতে বিক্ষোভ অবিভাবক ও পড়ুয়াদের - স্কুলের সামনে বিক্ষোভ দেখাল ক্ষুদে পড়ুয়ারা সঙ্গে যোগ দিয়েছিলেন তাদের অবিভাবকরাও
বদলি নিয়ে অন্যত্র চলে যাচ্ছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ৷ আর এই বদলির খবর জানাজানি হতে শিক্ষকের বদলি আটকাতে বনগাঁ ধর্মপুকুরিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের এসআই অফিসে ডেপুটেশন দিলেন অবিভাবকেরা (Students Agitation on Transfer of Headmaster)। স্কুলের সামনে বিক্ষোভ দেখাল ক্ষুদে পড়ুয়ারা সঙ্গে যোগ দিয়েছিলেন তাদের অবিভাবকরাও। 2009 সালে তন্ময়বাবু যখন স্কুলে ভারপ্রাপ্ত শিক্ষক হয়ে আসেন তখন থেকেই স্কুলের অনেক উন্নতি হয়েছে। তন্ময়বাবু এ বিষয়ে বলেন, "দীর্ঘ 12 বছর এই স্কুলে আমি রয়েছি। বদলির আবেদন করেছিলাম। কিন্তু কখনও ভাবতে পারিনি অবিভাবকেরা এমন করবেন। শিক্ষকতার জীবনে এট বড় পাওনা। তবে বদলি না নেওয়ার বিষয়ে এখনও ভাবিনি।"