Puja Parikrama : নজর কাড়ল শিলিগুড়ির কলেজ পাড়া ও রবীন্দ্র সংঘের পুজো - Siliguri
করোনার কারণে গতবারের মতো এবারও লোক সমাগম কম হলেও রাতে শহরের মণ্ডপ দেখার মতো। প্রতিবারই শিলিগুড়ির বিগ বাজেটের পুজোর মধ্যে দর্শনার্থীদের মনে জায়গা করে নেয় শিলিগুড়ির কলেজ পাড়া দুর্গাপুজো কমিটি এবং রবীন্দ্র সংঘ ৷ এই বছর ওই দুই পুজোর কমিটি মায়ের কাছে করোনা মুক্ত সমাজের প্রার্থনাকে তুলে ধরেছে। কলেজ পাড়া দুর্গাপুজো কমিটির এবার 71তম বর্ষে পদার্পণ করেছে। থিম 'ত্রিলোচন'। আর শিলিগুড়ির রবীন্দ্র সংঘের থিম এবার 'পরিকাঠামো'। করোনাকালে গত দু'বছরে সমাজের উপর যে আর্থিক মানসিক ও শারীরিক প্রভাব পড়েছে তা তুলে ধরা হয়েছে ৷