বন্ধুত্বের খামে, তত্ত্ব এল প্রেমের - বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজোতে তত্ত্ব
সারা বছর নিষেধাজ্ঞার কড়াকড়ির কারণে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একে অন্যের হস্টেলে প্রবেশ করতে পারে না । তাই তারা সরস্বতী পুজোতে তত্ত্ব আদান প্রদানের মাধ্যমে নিজেদের মধ্যে সম্পর্ক আরও নিবিড় করে । দিন রাত জেগে তত্ত্ব সাজিয়ে ছাত্রছাত্রীরা পুজোর পরের দিন তত্ত্ব হাতে নিয়ে পৌঁছে যায় হস্টেলগুলিতে । সারাদিন খাওয়া-দাওয়ার সঙ্গে চলে মন দেওয়া-নেওয়া পর্বও ।