পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Samik Bhattacharya : বারুদের স্তূপে উপর রয়েছে পশ্চিমবঙ্গ, উত্তর 24 পরগনায় শুট আউটের ঘটনায় প্রতিক্রিয়া শমীকের - খড়দা থেকে তৃণমূলকে বিঁধলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য

By

Published : Jul 3, 2022, 7:39 PM IST

উত্তর 24 পরগনায় একের পর এক শুট আউটের ঘটনায় তৃণমূলকে একহাত নিলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য ৷ রবিবার খড়দায় একটি স্বাস্থ্য শিবিরের উপস্থিত হয়ে শমীক ভট্টাচার্য(Samik Bhattacharya)ভাটপাড়া ও জগদ্দলে খুনের ঘটনা নিয়ে রাজ্য সরকার ও রাজ্য পুলিশকে কটাক্ষ করেন । এদিন তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 15 দিনের মধ্যে অস্ত্র উদ্ধার করতে হবে তার কারণে পুলিশকর্তাদের ছুটি বাতিল করেছিলেন । আমরা ভেবেছিলাম যে আর কোনও বোমা ফাটবে না । কিন্তু আমাদের ভুল ৷ অস্ত্র বোমা যদি না থাকে তাহলে তো তৃণমূল দলটাই আর থাকবে না ৷ বারুদের স্তুপের উপর রয়েছে পশ্চিমবঙ্গ । আমরা আমাদের মতো করে যতটা দরকার প্রতিবাদ করছি । এ রাজ্যে পুলিশ তৃণমূল হয়ে গিয়েছে । আমরা বিরোধী দল হিসেবে মানুষকে ও জনগণকে সচেতন করার কাজ করে যাচ্ছি ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details