Raju Sahani: রাজু সাহানিকে তোলা হল আসানসোল আদালতে - Raju Sahani
আসানসোল সিজিএম আদালতে তোলা হল হালিশহরের পৌরপ্রধান রাজু সাহানিকে (Raju Sahani Produced in Asansol Court) । একটি বেসরকারি অর্থলগ্নি সংস্থায় টাকা প্রতারণা করার দায়ে শুক্রবার গ্রেফতার করা হয়েছে তাকে । তার কাছ থেকে পাওয়া গিয়েছ 80 লক্ষ টাকা ও একটি আগ্নেয়াস্ত্র-সহ কার্তুজ এবং সম্পত্তির দলিল ৷ একটি অর্থলগ্নি সংস্থায় টাকা প্রতারণার অভিযোগ হয়েছিল আসানসোলের কুলটি থানায় । 2014 সালে কুলটি থানায় সেই অভিযোগের ভিত্তিতে একটি মামলা হয় । প্রথমে এই মামলার তদন্ত শুরু করে সিআইডি । পরবর্তীকালে উচ্চ আদালতের নির্দেশে 2018 সালে এই মামলার তদন্ত ভার নেয় সিবিআই । এর আগে বর্ধমান পৌরসভার প্রাক্তন প্রশাসক প্রণব চট্টোপাধ্যায়কে এই মামলায় গ্রেফতার করা হয়েছিল । বর্তমানে তিনি জামিনে মুক্ত । এবার সেই মামলায় হালিশহরের পৌরপ্রধান রাজু সাহানি গ্রেফতার হল । তাকে আসানসোল সিজিএম কোর্টে তোলা হয় । তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানায় সিবিআই ।