Madhyamik Result 2022 : মাধ্যমিকে দশম বাঁকুড়া মিশন উচ্চবালিকা বিদ্যালয়ের প্রত্যুষা কুণ্ডু - মাধ্যমিকে দশম বাঁকুড়া মিশন উচ্চবালিকা বিদ্যালয়ের প্রত্যুষা কুণ্ডু
বাঁকুড়া মিশন উচ্চবালিকা বিদ্যালয়ের ছাত্রী প্রত্যুষা কুণ্ডু ৷ মাধ্যমিকে চল্লিশ জন দশম স্থানাধিকারীর মধ্যে একজন সে (Pratyusha Kundu from Bankura Ranked 10th in Madhyamik 2022) ৷ 684 নম্বর পেয়েছে প্রত্যুষা ৷ বাড়ি বাঁকুড়ার জুনবেদিয়া সংলগ্ন রাধাবল্লব নগর এলাকায় ৷ বড় হয়ে চিকিৎসক হতে চায় প্রত্যুষা ৷ বাবা বিভাস রঞ্জন কুণ্ডু বাঁকুড়া গোয়েঙ্কা বিদ্যায়তনের রসায়নের শিক্ষক ৷ তার মা টিংকু কুণ্ডু লালবাজার ডিপোগোড়া প্রাথমিক স্কুলের শিক্ষিকা ৷