Howrah Municipal Corporation : ট্রেড লাইসেন্সের রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য সাফল্য হাওড়া পৌরনিগমের - ট্রেড লাইসেন্সের রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য সাফল্য হাওড়া পৌরনিগমের
ট্রেড লাইসেন্সের বদলে এবার থেকে মিলছে ' সার্টিফিকেট অফ এনলিস্টমেন্ট '। ট্রেড লাইসেন্সের রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য সাফল্য হাওড়া পৌরনিগমের (Howrah Municipal Corporation)। অন্যান্য আর্থিক বর্ষের থেকে চলতি আর্থিক বর্ষে ট্রেড লাইসেন্স বাবদ বিশেষ উপার্জন বেড়েছে বলেই দাবি করছেন পৌরনিগমের মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী । বৃহস্পতিবার তিনি বলেন, "গত বছরের তুলনায় এই বছর পৌরনিগমের আয়ে বৃদ্ধি এসেছে । গত বছর ট্রেড লাইসেন্স বাবদ 23 লক্ষ টাকা আয় হয়েছিল । তবে এই চলতি বছরে দেড় মাসেই ট্রেড লাইসেন্সের ফি বাবদ 1 এপ্রিল থেকে 15 মে পর্যন্ত পৌর কোষাগারে জমা পড়েছে 4 কোটি 72 লক্ষ টাকা । পৌরনিগমের সংযুক্ত এলাকাগুলিতে ট্রেড লাইসেন্স পাওয়া ও পুনঃনবীকরণ পদ্ধতির সরলীকরণ ছাড়াও গোটা প্রক্রিয়াটি অনলাইনের মাধ্যমে হওয়ার জন্য এই অভূতপূর্ব সাড়া পাওয়া গিয়েছে । তাই সাধারণ মানুষের মধ্যেও লাইসেন্স পুনঃনবিকরণ করার প্রবণতা বেড়েছে বলেই সুজয়বাবু দাবি করেন ।"