পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Police Raids in Hooch: ইটিভি ভারতের খবরের জের! চোলাই মদের ঠেকে অভিযান পুলিশের - চোলাই মদের ঠেকে অভিযান চালাল আবগারি দফতর এবং কাঁকসা থানার পুলিশ

By

Published : Jul 30, 2022, 9:52 PM IST

কাঁকসার শিবপুর আদিবাসী পাড়ায় এবং বাগদী পাড়ায় চোলাই মদের ঠেকে অভিযান চালাল আবগারি দফতর এবং কাঁকসা থানার পুলিশ (Hooch Raided by Police in Kanksa)। রাজ্য এবং দেশের বিভিন্ন প্রান্তে বিষমদ কাণ্ডে মৃত্যু হয়েছে বহু মানুষের। রাজ্যজুড়ে চোলাই মদের ঠেকে অভিযান চলছে। শনিবার শিবপুর আদিবাসী পাড়া এবং বাগদী পাড়ায় চলছিল চোলাই মদের কারবার। তৎপর হয় প্রশাসন এবং আবগারি দফতর। আবগারি দফতরের আধিকারিক সুদীপ্ত মণ্ডল জানান, এই দুই জায়গায় অভিযান চালানো হয় সেরকম কিছু উদ্ধার না হলেও কিছুটা পচায় মদ উদ্ধার হয়। এলাকা জুড়ে চলছে তদন্ত সঙ্গে সচেতন করা হচ্ছে সমস্ত মানুষকে ৷

ABOUT THE AUTHOR

...view details