পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Shimla Snowfall : একসপ্তাহ আগে হয়েছিল তুষারপাত, এখনও বরফে ঢেকে সিমলার পথ-ঘাট - একসপ্তাহ আগে হয়েছিল তুষারপাত

By

Published : Jan 31, 2022, 2:38 PM IST

সিমলা বছরের যে কোনও সময়ই সুন্দর ৷ তবে শীতকালে সেই সৌন্দর্য বেড়ে যায় কয়েকগুণ ৷ ঝিরিঝিরি তুষারপাত, বরফস্নাত পথ আর শ্বেতশুভ্র পাহাড়ের চূড়াগুলি মন মুগ্ধ করে দেয় ৷ পর্যকটদের পাশাপাশি স্থানীয়রাও এই শীতের মরসুম চুটিয়ে উপভোগ করেন ৷ এবারও তা ব্যতিক্রম হয়নি ৷ তবে এবার তুষারপাতের পরিমাণ এতটাই বেশি যে, এক সপ্তাহ আগে তুষারপাত বন্ধ হলেও তার রেশ এখনও রয়ে গিয়েছে (heavy snowfall in shimla) ৷ তাতে সমস্যায় পড়েছেন পর্যটকরা ৷ বরফে ঠেকেছে বাড়ির ছাদ থেকে গাড়ি ৷ বন্ধ হয়ে গিয়েছে রাস্তা ৷ তবুও পর্যটকের মন কেড়েছে এই শৈলশহর ৷

ABOUT THE AUTHOR

...view details