"কখনও উত্তেজিত হয়ে কিছু বলতে দেখিনি" - প্রাক্তন রাষ্ট্রপতি
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিচারণা করলেন তাঁর সহপাঠী দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় ৷ বলেন, "আমি আশা করেছিলাম সেনা হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি তিনি ফিরবেন । আমি এখনও আছি । অন্যান্য অনেক বন্ধু চলে গেছেন । এটাই পৃথিবীর ধর্ম ৷" বীরভূমের সিউড়ি বিদ্যাসাগর কলেজে একইসঙ্গে পড়াশোনা করতেন দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় । প্রয়াত প্রণব মুখোপাধ্যায় তাঁকে দীপেন বলে ডাকতেন । তিনি বলেন "বহু স্মৃতি আজ চোখের সামনে ভেসে উঠছে । খুবই সভ্য, ভদ্র মানুষ ছিলেন ৷ কখনও উত্তেজিত হয়ে কিছু বলে দিলেন এমনটা হয়নি ৷ "